ক্রিজে নেমেই সেট হয়ে যাওয়ার সামর্থ্য বাংলাদেশের খুব কম খেলোয়াড়েরই আছে। সেই সাথে বলের সাথে পাল্লা দিয়ে রান তোলার চ্যালেঞ্জ জয় করতে পারেন- এমন ব্যাটারের সংখ্যাও হাতেগোনা। সেদিক থেকে আফিফ হোসেন ধ্রুব বরাবরই







দেখাচ্ছেন মুন্সিয়ানা। টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরামের চোখে আফিফ তাই ‘বাংলাদেশের ম্যাক্সওয়েল’। আইসিসির প্রকাশিত এক সংক্ষিপ্ত ভিডিও ডকুমেন্টারিতে দেখা যায়, আফিফকে আখ্যায়িত করা হচ্ছে ‘তরুণ গেম চেঞ্জার’ হিসেবে।







সেখানে আফিফকে প্রশংসার সাগরে ভাসান শ্রীরাম। তার মতে, আফিফের মধ্যে যেসব গুণ রয়েছে, উপমহাদেশের খুব কম ব্যাটারের মধ্যেই তা আছে। শ্রীরাম বলেন, ‘সে প্রথম বল থেকেই মারতে পারে। আমি তাকে আমাদের গ্লেন ম্যাক্সওয়েল







বলি। খুব দ্রুত খেলা বদলে দিতে পারে। নিজেকে সেট করার জন্য খুব অল্প সময় নেয়। উপমহাদেশের ব্যাটারদের জন্য এটা ইউনিক একটা কোয়ালিটি। উপমহাদেশের একজন ব্যাটারের জন্য এটা অনেক বড় গুণ।’ আফিফ জানান, তার







ছেলেবেলার নায়ক অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। গিলক্রিস্টের খেলা দেখতে দেখতে একদিন আফিফ নিজেও হয়ে ওঠেন ক্রিকেটার। তিনি বলেন, ‘আমি তখন অনেক ছোট ছিলাম, ক্লাস থ্রিতে থাকতে ক্রিকেট







খেলা শুরু করি। টিভিতে দেখে ক্রিকেট অনেক পছন্দ হয়ে যায়। এভাবেই শুরু। আমার প্রথম নায়ক ছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। তার প্রত্যেক খেলা দেখতাম। তার ব্যাটিং অনেক পছন্দের ছিল।’