






নিজেদের ৩৬ বছরের শিরোপাখরা কাটাতে এবার কাতারে মেসির আর্জেন্টিনা। অন্য সব বারের মত এবারের বিশ্বকাপেও আর্জেন্টিনার মধ্যমণি লিওনেল মেসি। তবে সব বারের মতো এবারের পার্থক্যটা







হচ্ছে, পিএসজি তারকা এবার থাকবেন ‘নিঃসঙ্গ’ হয়ে! দোহায় অবস্থিত কাতার বিশ্ববিদ্যালয়ে এবার বিশ্বকাপের ঘাঁটি গেড়েছে কোচ লিওনেল স্ক্যালোনির দল। ইউরোপীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, সেখানেই







নিঃসঙ্গ হয়ে গেছেন মেসি। তার জন্য যে রুম বরাদ্দ করা হয়েছে, সেখানে তিনি থাকবেন একাই। আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে খেলার সময় থেকেই মেসি ও আগুয়েরো রুম ভাগাভাগি করে এসেছেন।







যেটা পরে বজায় ছিল জাতীয় দলেও। গত বছর আর্জেন্টিনার হয়ে একসঙ্গে কোপা আমেরিকার শিরোপাও জিতেছেন তারা। এবারের বিশ্বকাপে আগুয়েরো নেই। আগুয়েরো না থাকায় এবারের বিশ্বকাপে







তাই একাই থাকছেন মেসি। গত বছর বার্সেলোনার হয়ে খেলতে নেমে কার্ডিয়াক অ্যারিথমিয়ায় আক্রান্ত হয়ে পড়েন আগুয়েরো। যে কারণে খেলা চলাকালেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে।







এরপর তো ফুটবলটাই ছেড়ে দিলেন আগুয়েরো। তবে মেসির পাশের রুমেই থাকবেন নিকোলাস ওটামেন্ডি ও রদ্রিগো দি পল। আর তাদের সামনের রুমে আনহেল ডি মারিয়ার সঙ্গে থাকবেন লিয়ান্দ্রো







পারেদেস। তাই যে কোনো সময় তাদের নিয়ে আনন্দে মেতে উঠতে পারবেন মেসি। করতে পারবেন কোনো দলকে নিয়ে বিশেষ পরিকল্পনা।