ব্যাট হাতে ফের ব্যর্থ ঋষভ পন্ত। সেট হয়েও উইকেট দিয়ে আসেন শিখর ধাওয়ান। হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে মাঠ ছাড়েন শ্রেয়স আইয়ার। অকল্যান্ডের ইডেন পার্কে প্রথম ওয়ান ডে ম্যাচে বড় রানের ইনিংস গড়ে ভারত।







তা সত্ত্বেও ম্যাচ হারতে হয় টিম ইন্ডিয়াকে। পরে হ্যামিল্টনে সিরিজ বাঁচানোর লড়াই ছিল শিখর ধাওয়ানদের। সেডন পার্কের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচ শেষমেশ বৃষ্টির জন্য মাঝপথেই পরিত্যক্ত হয় ম্যাচ। সেদিক থেকে নিউজিল্যান্ডের চলতি তিন







ম্যাচের ওয়ান ডে সিরিজ হারের সম্ভাবনা নেই। তবে ভারতের কাছে এই ম্যাচটি ফের ডু-অর-ডাই লড়াইয়ে পরিণত হয়েছে। ক্রাইস্টচার্চে জিতলে ওয়ান ডে সিরিজ ড্র করে দেশে ফিরতে পারবে ভারত। সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচেও টস হারল







ভারত। টস জিতে নিউজিল্যান্ড দলনায়ক কেন উইলিয়ামসন ফের ভারতকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান। শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান। বোলিং শুরু করেন টিম সাউদি। দ্বিতীয় বলে ১ রান নিয়ে খাতা







খোলেন ধাওয়ান। প্রথম ওভারে ১ রান ওঠে। দ্বিতীয় ওভারে বল করতে আসেন ম্যাট হেনরি। তৃতীয় বলে চার মারেন শিখর ধাওয়ান। শেষ বলে ২ রান নেন তিনি। ওভারে মোট ৬ রান ওঠে। ২ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭ রান।







তৃতীয় ওভারে টিম সাউদির চতুর্থ বলে ছক্কা মারেন শিখর ধাওয়ান। ওভারে মোট ৮ রান ওঠে। ৩ ওভার শেষে টিম ইন্ডিয়ার সংগ্রহ বিনা উইকেটে ১৫ রান। ১২ বলে ১৪ রান করেছেন ধাওয়ান। ৬ ওভার শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৭ রান।
চতুর্থ ওভারে ম্যাট হেনরি মাত্র ১ রান খরচ করেন। পঞ্চম ওভারে কোনও রান খরচ করেননি সাউদি। ষষ্ঠ ওভারে হেনরি ফের মাত্র ১ রান খরচ করেন। ধাওয়ান ২৪ বলে ১৫ রান করেছেন। গিল ১২ বলে ১ রান করেছেন। অষ্টম ওভারে হেনরির
বলে জোড়া বাউন্ডারি মারেন শিখর ধাওয়ান। নবম ওভারে অ্যাডাম মিলিনের দ্বিতীয় ও তৃতীয় বলে পরপর ২টি চার মারেন শুভমন গিল। ৮.৪ ওভারে মিলিনের বলেই স্যান্টনারের হাতে ধরা পড়ে যান শুভমন। ২টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১৩
রান করেন তিনি। ভারত ৩৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। তিনি মাঠে নেমে প্রথম বলেই চার মারেন। ১০ ওভার শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৪৩ রান। ধাওয়ান ২৫ রানে ব্যাট করছেন। ইনিংসের ১২তম ওভারে
দলগত ৫০ রানের গণ্ডি টপকায় ভারত। ১২.৬ ওভারে মিলিনের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শিখর ধাওয়ান। ৪৫ বলে ২৮ রান করেন গব্বর। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। ভারত দলগত ৫৫ রানের মাথায় ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋষভ পন্ত।







১৫ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৬২ রান। ২০ বলে ১৪ রান করেছেন শ্রেয়স আইয়ার। মেরেছেন ২টি চার। ৩ বলে ৪ রান করেছেন ঋষভ পন্ত।
ঋষভ পন্তকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ছেন শ্রেয়স আইয়ার। ১৮ ওভার শেষে ভারতের স্কোর ২ উইকেটে ৭৭ রান। শ্রেয়স ৪টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ২৫
২০.৩ ওভারে ডারিল মিচেলের বলে ফিলিপসের হাতে ধরা পড়েন ঋষভ পন্ত। ১৬ বলে ১০ রান করেন তিনি। মারেন ২টি চার। ভারত দলগত ৮৫ রানের মাথায় ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সূর্যকুমার যাদব। ২১ ওভার শেষে টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ৮৭ রান।







২৩তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকাল ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ৩ উইকেটে ১০১ রান। শ্রেয়স ৪৭ বলে ৩৮ রান করেছেন। মেরেছেন ৬টি চার। ৮ বলে ৩ রান করেছেন সূর্যকুমার।
২৪.১ ওভারে অ্যাডাম মিলিনের বলে সাউদির হাতে ধরা পড়েন সূর্যকুমার যাদব। ১০ বলে ৬ রান করেন তিনি। ভারত ১১০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দীপক হুডা। ২৫ ওভার শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১১৬ রান। ৪৯ রানে ব্যাট করছেন শ্রেয়স আইয়ার।
নিশ্চিত হাফ-সেঞ্চুরি মাঠে ফেলে আসেন শ্রেয়স আইয়ার। ২৫.৩ ওভারে ফার্গুসনের বলে কনওয়ের হাতে ধরা পড়েন শ্রেয়স। ৫৯ বলে ৪৯ রান করেন তিনি। মারেন ৮টি চার। ভারত ১১৭ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ওয়াশিংটন সুন্দর।
অ্যাডাম মিলিন ১০ ওভারের বোলিং কোটা শেষ করেন। তিনি ৫৭ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন। ২৯ ওভার শেষে ভারতের স্কোর ৫ উইকেটে ১৩৪ রান। ওয়াশিংটন ৯ ও দীপক হুডা ৫ রানে ব্যাট করছেন।







৩২ ওভার শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৪৫ রান। ২২ বলে ১৪ রান করেছেন ওয়াশিংটন। মেরেছেন ২টি চার। ১৮ বলে ১১ রান করেছেন দীপক হুডা।
৩৩.৪ ওভারে টিম সাউদির বলে লাথামের দস্তানায় ধরা পড়েন দীপক হুডা। ২৫ বলে ১২ রান করেন তিনি। ভারত ১৪৯ রানে ৬ উইকেট হারিয়ে প্রবল চাপে। ব্যাট করতে নামেন দীপক চাহার।
৩৫তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকাল ভারত। টিম ইন্ডিয়ার স্কোর ৬ উইকেটে ১৫৬ রান। ওয়াশিংটন ১৭ ও চাহার ৬ রানে ব্যাট করছেন। ডারিল মিচেলের বলে ১টি ছক্কা মেরেছেন চাহার।
৩৬.২ ওভারে ডারিল মিচেলের বলে ছক্কা মারেন দীপক চাহার। ঠিক তার পরের বলেই সাউদির হাতে ধরা পড়েন তিনি। ২টি ছক্কার সাহায্যে ৯ বলে ১২ রান করেন চাহার। ভারত ১৭০ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন যুজবেন্দ্র চাহাল। ওয়াশিংটন ২১ রানে ব্যাট করছেন।
৪০ ওভার শেষে ভারতের স্কোর ৭ উইকেটে ১৮০ রান। ৪৬ বলে ২৮ রান করেছেন ওয়াশিংটন সুন্দর। মেরেছেন ৪টি চার। ৮ বলে ৩ রান করেছেন যুজবেন্দ্র চাহাল।
৪৩ ওভারে ভারতের সংগ্রহ ৭ উইকেটে ১৮৯ রান। ওয়াশিংটন ৫৫ বলে ৩৫ রান করেছেন। ১৭ বলে ৪ রান করেছেন যুজবেন্দ্র চাহাল।
৪৪.৩ ওভারে স্যান্টনারের বলে সাউদির হাতে ধরা পড়েন যুজবেন্দ্র চাহাল। ২২ বলে ৮ রান করেন তিনি। ভারত ২০১ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অর্শদীপ সিং। ৪৫ ওভার শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ২০৬ রান। ৪৪ রানে ব্যাট করছেন ওয়াশিংটন।







৪৬.২ ওভারে ডারিল মিচেলের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন অর্শদীপ সিং। ১টি ছক্কার সাহায্যে ৯ বলে ৯ রান করেন তিনি। ভারত ২১৩ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উমরান মালিক।
৪৭ ওভারে বল করতে আসেন টিম সাউদি। প্রথম বলে ছক্কা হাঁকান সুন্দর। দ্বিতীয় বলে কোনো রান নেন না তিনি। তৃতীয় বলে ক্যাচ আউট হন ওয়াশিংটন। ৪৭.৩ বলে ২১৯ রানে আলআউট হয়ে যায় ভারত। নিউজিল্যান্ডকে জিতে ২২০ রান করতে হবে।