






ভারতের বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ৫ রানে হেরেছে বাংলাদেশ। আশা জাগিয়েও শেষমুহূর্তে গিয়ে আবারও ভারতের কাছে হেরে গেল টাইগাররা।আগে ব্যাট করে ১৮৪ রানের বিশাল সংগ্রহ দাঁড়







করায় ভারত। জবাব দিতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন কুমার দাস। উইকেটের চারপাশে দৃষ্টিনন্দন সব শট খেলে খুব দ্রুতই ফিফটি তুলে নেন তিনি। দলকে একাই টেনে নিচ্ছিলেন







লিটন। তবে ৭ ওভারে ৬৬ রান করার পরেই নামে বৃষ্টি। এরপরেই যেন ম্যাচ ঘুরে যেতে শুরু করে। বৃষ্টির পর খেলা আবার শুরু হওয়ার সাথে সাথেই রান আউট হয়ে যান লিটন। এরপরই রানের গতি







কমতে শুরু করে টাইগারদের। শেষপর্যন্ত ম্যাচটি ৫ রানে হেরে যায় বাংলাদেশ।তবে বাংলাদেশ হেরে গেলেও পুরো ক্রিকেটবিশ্বের নজর কেড়েছেন লিটন। তার ২৭ বলে ৬০ রানের বিস্ফোরক ইনিংসের







কারণেই ম্যাচ জয়ের আশা জেগেছিল টাইগারদের। ৭ চার এবং ৩ ছক্কায় সাজানো সেই ইনিংসে অসাধারণ সব শট খেলেছেন লিটন। ম্যাচশেষে তাই প্রশংসায় ভাসছেন তিনি।সাবেক ভারতীয় ব্যাটার







রবিন উথাপ্পাও লিটনের প্রশংসায় পঞ্চমুখ। ম্যাচশেষে ইএসপিএন ক্রিকইনফোর একটি অনুষ্ঠানে রবিন উথাপ্পা বলেন, ‘তার (লিটন) ব্যাটিংয়ের দারুণ বিষয়টি ছিল সে কেবল তুলে মারতে যায়নি।







সে বলের লাইনে শট খেলার চেষ্টা করেছে। পিচে যেহেতু অনেক বাউন্স ছিল এবং তার সর্বোচ্চ সুবিধাটা সে কাজে লাগিয়েছে। সে সেসব জায়গাতেই শট খেলেছে যেখানে ফিল্ডাররা ৩০ গজ বৃত্তের







ভিতরে ছিল। অনেকটা সূর্যের মত (সূর্যকুমার যাদব)। সূর্য এই কাজটা দারুণভাবে করে। লিটন দাসও আজকে তাই করেছে।’লিটনের সেই আউটেই ম্যাচের মোড় ঘুরে গেছে বলেও জানান উথাপ্পা, ‘লিটন







দাসের রানআউটটি অসাধারণ ছিল। এটি ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। যার ভাগ্যে বিশ্বাস করে না তাদেরকে এই ভিডিওটি দেখানো উচিত। ভাগ্য অবশ্যই আছে। আপনি যখন সর্বোচ্চ পর্যায়ে আন্তর্জাতিক
ক্রিকেট খেলবেন তখন তা প্রতীয়মান হবে। এমনও সময় আসবে যখন আপনি কোনো ক্রিকেটারকে দেখে ভাববেন এখনই তার সময়।’ ২৭ বলে ৬০ রানের বিস্ফোরক এই ইনিংসটা হয়ত লিটনের ক্যারিয়ারের অন্যতম সেরা হয়েই থাকবে।