






অবাক ক্রিকেট বিশ্বঃ আইপিএল নিলামে আকাশ ছোয়া টাকা নিয়ে নামছে দলগুলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হবে আগামী মাসের ২৩ ডিসেম্বর। কেরেলার কোচিতে







অনুষ্ঠিত এই নিলামে অংশ নেবে দশটি দল। ২০২২ সালে বড় পরিসরে নিলাম হয়। তাই এবার নিলামটি হবে ছোট পরিসরে। বড় পরিসরে নিলাম না হওয়ায় এবার ফ্র্যাঞ্চাইজিদের হাতে টাকাও থাকবে







কম। আগের নিলামে বেঁচে যাওয়া টাকার সঙ্গে তারা আরও যোগ করতে পারবেন ৫ কোটি।