






এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টকে অনেকেই বাংলাদেশ ঘরোয়া ক্রিকেট লীগের সাথে তুলনা করেছেন। অ্যাম্পিয়ার নিয়ে বাংলাদেশ ঘরোয়া ক্রিকেট লেগে রয়েছে নানা অভিযোগ। ঠিক







তেমনটি দেখা গিয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিশেষ করে বাংলাদেশি টিকেট ভক্তদের অভিযোগের শেষ নেই। গ্রুপ পর্বের ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে ফেক ফিল্ডিং নিয়ে অভিযোগ







তুলেছিল জাতীয় দলের ক্রিকেটার। ওই ম্যাচে বিরাট কোহলির ফেক ফিল্ডিং সামনে থেকেই দেখেছিলেন আম্পায়ার মারাইস এরাসমাস। দেখেও না দেখার ভান করেছিলেন তিনি। ওই ম্যাচের পার আম্পায়ার







মারাইস এরাসমাস নিয়ে কঠোর সমালোচনা করেছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক শাহিদ আফ্রীদি। তিনি বলেছিলেন দিনশেষে এরাই হবে আইসিসির সেরা আম্পায়ার। ঠিক তেমনটি হতে যাচ্ছে







টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। বিতর্কিত আম্পিয়ার মারাইস এরাসমাস দায়িত্ব পেয়েছেন ফাইনাল ম্যাচে।ফাইনাল ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমাস







এবং শ্রীলংকার কুমার ধর্মসেনা। টিভি আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। চতুর্থ আম্পায়ার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার পল রাইফেল। ফাইনালের ম্যাচ রেফারি শ্রীলংকার রঞ্জন মাদুগালে।