নিউজিল্যান্ডে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে বাংলাদেশ নারি দল। ডিসেম্বরে শুরু হতে যাওয়া এই সিরিজকে সামনে রেখে নিউজিল্যান্ড নারী দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। ডিসেম্বরের প্রথম ।







বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজে অভিষেক হতে চলেছে উইকেটকিপার ব্যাটার জেস ম্যাকফ্যাডায়েন। তাকে তিনটি টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াডে ডাকা হয়েছে। কোচ বেন সোয়ার বলেছেন,







বাংলাদেশের বিপক্ষে খেলা ম্যাকফ্যাডায়েনের জন্য একটি বড় সুযোগ হবে, বিশেষ করে আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। লিয়া তাহুহু, জর্জিয়া প্লামারকে শুধুমাত্র টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়েছে; হান্না রো, মলি







পেনফোল্ডকে শুধু ওডিআইয়ের জন্য বাছাই করা হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ২ ডিসেম্বর ক্রাইস্টচার্চে প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে নিউজিল্যান্ড নারীদের হোম সিরিজ। এরপর ৪ ও ৭ ডিসেম্বর ডুনেডিন এবং কুইন্সটাউনে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি।







ওয়েলিংটনে ১১ ডিসেম্বর ওয়ানডে সিরিজ শুরু হবে, নেপিয়ার এবং হ্যামিল্টন সফরের শেষ দুটি ম্যাচ ১৪ ও ১৭ ডিসেম্বর।
বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের স্কোয়াড:







সোফি ডিভাইন (অধিনায়ক), সুজি বেটস, ইডেন কারসন, লরেন ডাউন, ম্যাডি গ্রিন, ব্রুক হ্যালিডে, হেইলি জেনসেন, ফ্রাঁ জোনাস, অ্যামেলিয়া কের, জেস কের,জেস ম্যাকফ্যাডায়েন, মলি পেনফোল্ড (শুধুমাত্র ওডিআই), হান্না রো (শুধুমাত্র ওডিআই), জর্জিয়া প্লামার (শুধুমাত্র টি-টোয়েন্টি), লিয়া তাহুহু (শুধুমাত্র টি-টোয়েন্টি)।