






ভারতের বিপক্ষে আরও একবার হৃদয় ভেঙ্গেছে বাংলাদেশের। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ডি/এল মেথডে বাংলাদেশকে ৫ রানে হারিয়েছে ভারত। সেই ম্যাচ ঘিরে তুমুল আলোচনা চলছে ক্রিকেট







বিশ্বে। টসে হেরে আগে ব্যাট করে ১৮৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ভারত। জবাব দিতে নেমে বাংলাদেশকে বিস্ফোরক সূচনা এনে দেন ওপেনার লিটন দাস। শুরু থেকে মারমুখি ব্যাটিংয়ে ভারতীয়







বোলারদের নাভিশ্বাস তুলে ফেলেন তিনি। তার অসাধারণ ব্যাটিংয়ের কারণেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করে বাংলাদেশ। তবে ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলে রানআউট হয়ে লিটন ফিরে গেলেই







যেন তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে টাইগারদের ইনিংস। শেষদিকে তাসকিন আহমেদ এবং নুরুল হাসান সোহান মিলে অনেক চেষ্টা করেও জেতাতে পারেননি দলকে। ৫ রানে জিতে শেষ হাসি







হাসে ভারতই। ম্যাচে বাংলাদেশের ব্যাটিং নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, তার অনেক কারণও আছে অবশ্যই। লিটন বাদে বাকি সবাইই কমবেশি ব্যর্থ ছিলেন। বিশেষ করে মিডল অর্ডারের ব্যর্থতা







বড্ড চোখে লেগেছে। সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগও সমালোচনা করেছেন মিডল অর্ডারের ব্যাটিংয়ের। বিশেষ করে অধিনায়ক সাকিব আল হাসানকে কাঠগড়ায় তুলেছেন শেবাগ,







‘অধিনায়কের দায়িত্ব নেওয়া উচিত ছিল। শান্ত (আফিফ) আগে আউট হয়েছে, সাকিবও একই ওভারে আউট হয়েছে। তারা দ্রুত তিনটি উইকেট হারিয়েছে। অথচ একটা জুটি হলে, এমন নয় যে ৫০
রানের জুটি গড়তে হতো। টি–টোয়েন্টিতে ১০ বলে ২০ রানের জুটিও ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।’ ভারত ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ১২ বলে ১৩ রান করে আউট হয়ে যান সাকিব। বাংলাদেশের
যখন ৩০ বলে ৫২ রান দরকার ছিল ঠিক তখনই ১২তম ওভারের প্রথম বলে আউট হন আফিফ হোসেন ধ্রুব। একই ওভারের পঞ্চম বলে ক্যাচআউট হয়ে ফিরে যান সাকিব। শেবাগের মতে, বিরাট কোহলির
মত দায়িত্ব নিয়ে খেলে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া উচিত ছিল সাকিবের। শেবাগ বলেন, ‘আমার মতে, অধিনায়ক ভুল করেছে। সে তো অভিজ্ঞ, কোহলির মতো দায়িত্ব নিয়ে শেষ পর্যন্ত খেলা উচিত ছিল।
দলকে বিপদমুক্ত করা উচিত ছিল, সেটি যেহেতু পারেনি তাই ফালতু কথা বলা উচিত নয়।’ এই হারের ফলে প্রায় শেষ হয়ে গেছে বাংলাদেশের সেমিফাইনালে খেলার আশা। সেমিতে খেলার জন্য
শেষম্যাচে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে টাইগারদেরকে, অন্যদিকে প্রার্থনা করতে হবে জিম্বাবুয়ের বিপক্ষে যেন বড় ব্যবধানে হেরে যায় ভারত।