






কোপা আমেরিকার ফাইনালে জায়ান্ট ব্রাজিলকে হারিয়েই নিজেদের দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়েছিল আর্জেন্টিনা। একই ভাবে তারা বিশ্বকাপেও জিতবে ব্রাজিলকে হারিয়েই। বিশ্বকাপ নিয়ে







ভবিষ্যদ্বাণী করা শুরু হয়েছে। অবশ্য বিশ্বকাপ আসলে এটা একটা সাধারণ বিষয়ে পরিণত হয়। অক্টোপাস, বিড়াল, উটের ভবিষ্যদ্বাণী এর আগে দেখেছে সবাই। ব্যতিক্রম নয় এবারও। ইএ স্পোর্টস







ভবিষ্যদ্বাণী করেছে এবারের বিশ্বকাপ নিয়ে এবং তাদের ভবিষ্যদ্বাণী অনুযায়ী কাতার বিশ্বকাপের ফাইনালে খেলবে ব্রাজিল এবং আর্জেন্টিনা। সেই ফাইনালে আবার ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করবে







আর্জেন্টিনা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে পর্তুগাল এবং ফ্রান্স। সেখানে ফ্রান্স জিতবে। ৮ গোল করে গোল্ডেন বল জিতবে মেসি।