Cricket টি-২০ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জয় পাওয়া ভারত নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ৫ উইকেটে। অন্যদিকে আসরের তিন ম্যাচেই অপরাজিত প্রোটিয়ারা। পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে টেম্বা বাভুমার দল। তাদের







এই জয়ে ‘গ্রুপ-২’ থেকে সেমিফাইনালে যাওয়ার নতুন অঙ্ক তৈরি হয়েছে। ভারতের হারে পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। ভারতের পর জিম্বাবুয়ের বিপক্ষে পরাজিত হওয়া বাবর আজমরা এখন দক্ষিণ আফ্রিকা ও







বাংলাদেশের বিপক্ষে জিতলেও শেষ চার নিশ্চিত নয়। কারণ গ্রুপে পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। তারা নেদারল্যান্ডসকে হারালেই সেমির লড়াইয়ে এগিয়ে থাকবে। পয়েন্ট টেবিলে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে দুইয়ে আছে







ভারত। তাদের পথও একটু কঠিন হলো। তবে শেষ দুই ম্যাচে রোহিত শর্মার দল খেলবে জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে। দুটি ম্যাচেই ফেবারিট হিসেবে মাঠে নামবে মেন ইন ব্লুজখ্যাত রাহুল দ্রাবিড়ের দল। সুপার টুয়েলভে বাংলাদেশ দুই ম্যাচে







জয় পেয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হারলেও নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে জিতে টেবিলে চার পয়েন্ট নিয়ে তিনে এখন সাকিবরা। বাংলাদেশের শেষ দুই ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে। সমীকরণ যা দাঁড়িয়েছে







তাতে দুই ম্যাচেই না জিতলে সেমিফাইনালে যাওয়া কঠিন হবে টাইগারদের। আর এশিয়ার দুই জায়ান্টকে হারানো সাকিবদের জন্য মোটেও সহজ হবে না। সেমিফাইনালে যাওয়ার কঠিন এই সমীকরণ অবশ্য নানাভাবে নতুন মাত্রা পেতে







পারে। সরল অঙ্কের খাতায় আসলে প্যাচ লাগিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ম্যাচের বৃষ্টি। ওই ম্যাচ থেকে দু’দলই একটি করে পয়েন্ট পেয়েছে। বাংলাদেশ-ভারত কিংবা দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডসের অ্যাডিলেড ম্যাচে, পাকিস্তান-দক্ষিণ আফ্রিকার সিডনি ম্যাচে বা ভারত-জিম্বাবুয়ের মেলবোর্ন ম্যাচে বৃষ্টি হানা দিলে কার কপালে কী ঘটবে বলা মুশকিল।