ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও সর্বশেষ সদ্য শেষ হয়ে জাওয়া নারী এশিয়া কাপের আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে নিগার সুলতানা জ্যোতির দল। দলকে আবারও জয়ের ট্র্যাকে ফিরিয়ে আনার লক্ষ্যে নারী ক্রিকেটারদের জন্য নতুন কোচ আনছে







বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জ্যোতি, সালমা খাতুন, জাহানারা আলমদের নতুন কোচ হিসেবে শ্রীলঙ্কার সাবেক তারকা ক্রিকেটার হাসান তিলকারত্নকে নিয়োগ দিচ্ছে বিসিবি। সামনের আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে আপাতত দুই







বছরের চুক্তিতে হাসানকে উড়িয়ে আনা হচ্ছে। এই বিষয়ে নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল গণমাধ্যমকে বলেন, ‘আপাতত দুই বছরের জন্য আমরা হাসানকে নিয়োগ দিচ্ছি। সর্বশেষ এশিয়া কাপের সময় থেকে তার







সঙ্গে আলোচনা চলছিল। আশা করছি নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে সে আরীদের দায়িত্ব নেওয়া শুরু করবে।’ ২২ বছর ক্রিকেট খেলা হাসান লঙ্কানদের হয়ে টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটে







মোট ২৮৩টি ম্যাচ খেলেছেন। যেখানে ব্যাট হাতে ৮ হাজারেরও বেশি রান করেছেন ৫৫ বছর বয়সী এই শ্রীলঙ্কান। এর আগে শ্রীলঙ্কার নারী দলের দায়িত্ব পালন করেছিলেন তিলকারত্নে।