পাকিস্তানের বিরুদ্ধে রোমাঞ্চকর ম্যাচে জয় দিয়ে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করেছে ভারত। নিজেদের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে ৪ উইকেটে হারিয়েছে টিম ইন্ডিয়া। এই জয়ের হাত ঘরে সুপার টোয়েলভের পয়েন্ট টেবিলে







খাতা খুলেছে ভারত।তবে রোববারের এই ম্যাচ জিতেও কিন্তু টিম ইন্ডিয়া গ্রুপ-২’র পয়েন্ট টেবিলে পিছিয়েই পড়েছে। সোমবার নেদারল্যান্ডসকে হারিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। টেবিলে দ্বিতীয় স্থানে ভারত, পরে রয়েছে পাকিস্তান।







আর নিউজিল্যান্ড গ্রুপ-১’র এক নম্বর জায়গা দখল করেছে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। পরে রয়েছে যথাক্রমে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড।







আর এ গ্রুপে সবচেয়ে নিচে অস্ট্রেলিয়া।শ্রীলঙ্কা আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল এবং ইংল্যান্ড আফগানিস্তানের বিপক্ষে জিতেছিল।







সুপার ১২-এর সর্বশেষ পয়েন্ট টেবিল :
গ্রুপ-২
বাংলাদেশ — ১ — ১ — ০ –২
ভারত — ১ — ১ –০ — ২
পাকিস্তান — ১ — ০ — ১ — ০
নেদারল্যান্ড — ১ — ০ — ১ — ০
দক্ষিণ আফ্রিকা — ০ — ০ — ০ — ০
জিম্বাবুয়ে — ০ — ০ — ০ –০