বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের সুসময় যাচ্ছে। বাংলাদেশ দলকে সাফ চ্যাম্পিয়ন করানোর পর এবার বিদেশি ক্লাবকে ফাইনালে উঠিয়েছেন তিনি। গতকাল অনুষ্ঠিত সেমিফাইনালে তার ক্লাব ডিফেন্স সার্ভিস ক্লাব







৬-২ গোলে ওয়াস্ট ম্যানেজম্যান্ট কর্পোরেশন লিমিটেডকে হারায়। সাবিনা খাতুন সেমিফাইনালে হ্যাটট্রিক করেন। মালদ্বীপের লিগে খেলা বাংলাদেশি আরেক ফুটবলার সুমাইয়া করেন একটি গোল। হ্যাটট্রিক করে ক্লাবকে ফাইনালে উঠিয়ে







বেশ খুশি সাবিনা, ‘দল জিতলে অবশ্যই ভালো লাগে। যখন নিজের হ্যাটট্রিকে ফাইনালে উঠে তখন ভালো লাগার মাত্রাটা আরো বাড়ে।’ কালকের হ্যাটট্রিকের পর এই লিগে সাবিনার গোলসংখ্যা হয়েছে ১৭টি। সর্বোচ্চ গোলদাতার গোল ১৮ টি।







৩ নভেম্বর ফাইনালে দলকে চ্যাম্পিয়ন করানোর পাশাপাশি সর্বোচ্চ গোলদাতা হওয়ারও টার্গেট বাংলাদেশ অধিনায়কের, প্রথম লক্ষ্য দল চ্যাম্পিয়ন হোক। পাশাপাশি চেষ্টা করব যেন নিজে গোল করতে পারি।’ বাংলাদেশ দলকে শিরোপা







জেতানোর পর এবার আরেকটি শিরোপার হাতছানি, আসলে আল্লাহর রহমতে খুব দারুণ সময় যাচ্ছে। দেশকে কিছু দেয়ার পর এবার বিদেশি ক্লাবের হয়ে অর্জনের সামনে। আমি এই ক্লাবের হয়ে চ্যাাম্পিয়ন হলে বাংলাদেশেরই সুনাম হবে। একজন বাংলাদেশি মালদ্বীপের ক্লাবকে চ্যাম্পিয়ন করাতে ভূমিকা রাখছে।