Cricket পাকিস্তানের বিরুদ্ধে ব্যাটে-বলে সুবিধা করতে পারেনি নেদারল্যান্ডস। রোববার ম্যাচটাও ডাচরা হেরে গেছে। তবে ম্যাচে পাকিস্তানের পেসার হারিস রউফের বাউন্সারে চোখে আঘাত পান ডাচ অলরাউন্ডার বাস ডি লিড। এমনকি তার







চোখে ৬ সেলাই দিতে হয়েছে। পার্থে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। পরে ডি লিডের কনকাশন বদলি হিসেবে লোগান ফন বিককে মাঠে নামিয়েছে ডাচরা। ইনিংসের তৃতীয় ওভারে মাইবার্গ আউট হলে ডি লিড







উইকেটে যান। ৬ রানে অপরাজিত থাকার সময় চোখে আঘাত পান তিনি। পাওয়ার প্লে’র শেষ ওভারে রউফের বল ঠিকমতো খেলতে পারছিলেন না ডি লিড। ওভারের পঞ্চম বলটি ছিল ১৪২ কিমি. গতির। শরীর তাক করা এই তীব্র গতির







বাউন্সারে পুল খেলার চেষ্টা করেছিলেন ডি লিড। কিন্তু বল আঘাত হানে তার হেলমেটের গ্রিলে। তখনই গুরুতর চোটের আভাস পাওয়া গিয়েছিল। হেলমেট খোলার দেখা যায় তার ডান চোখের নিচে কেটে গেছে। পরে ফিজিও, চিটিৎসকরা তাকে







নিয়ে মাঠ ছাড়েন। ম্যাচের পরের অংশে ডাগআউটে ছিলেন ডি লিড। কিন্তু টিভি ক্যামেরায় দেখা গেছে, তার চোখ ফুলে গেছে, চোখের নিচে কালো দাগ পড়েছে। বিশ্বকাপের প্রথম রাউন্ডে ডাচদের দুই জয়ে বড় অবদান ছিল ডি লিডের। বিশেষ করে বল হাতে নিয়মিত উইকেট নিয়েছেন তিনি।