আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে বাংলাদেশে প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর পরবর্তী আসর। ইতিমধ্যেই ঘর গোছাতে শুরু করেছে দলগুলো। এর মধ্যেই চমক দেখালেন বিপিএলের সাবেক চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। আগামি ২-৩ বছরের







মধ্যেই স্টেডিয়ামের কাজ সম্পন্ন করে হোম গ্রাউন্ডে পরিনত করতে চান তারা৷ যার সবুজ সংকেত দিয়েছে বিপিএলের আয়োজক বিসিবিও। বিপিএলের কোন দলই এর আগে নেয়নি এমন উদ্যোগ। আজ রাজধানীতে একটি চুক্তি সাক্ষর







অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক সাদেক এ তথ্য জানান৷ তিনি আরও জানান এবার থেকেই নিজেদের মাঠে অনুশীলন করবে তাদের দল রংপুর রাইডার্স৷ এ মাঠে সকল







আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধার ব্যবস্থা করতে চান তারা। রংপুর রাইডার্সের মালিকানায় রয়েছে বসুন্ধরা গ্রুপ। তাদের ফুটবল দল বসুন্ধরা কিংস ইতিমধ্যেই নিজদের হোম গ্রাউন্ড হিসেবে কিংস এরেনাকে ব্যবহার করছে৷ এতে এবার যুক্ত হচ্ছে







ক্রিকেটও। প্রতিবছরই বড় বড় তারকাসহ বেশ কিছু চমক নিয়েই সামনে আসে রংপুর রাইডার্স। এবারও তার ব্যতিক্রম হয়নি৷ টি-টোয়েন্টির ফ্রাঞ্চাইজি ক্রিকেটের কড়া সূচির মাঝেও শোয়েব মালিক – সিকান্দার রাজাসহ ছয় বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে তারা৷