প্রথম ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দিলেন তাস্কিন আহমেদ। জিম্বাবোয়ের ওপেনার মাধেভেরেকে ওভারের তৃতীয় বলেই আউট করেন তিনি। ৩ বলে ৪ রান করে মাঠ ছাড়েন মাধেভেরে। ৪ রানে ১ উইকেট হারায় জিম্বাবোয়ে। ব্যাট করতে







নামেন মিল্টন শুমবা। প্রথম ওভারে জিম্বাবোয়ের স্কোর ১ উইকেটে ৫ রান। দ্বিতীয় ওভারে বল করতে আসেন হাসান মাহমুদ। জিম্বাবোয়ে ৭ রান সংগ্রহ করে ওভার থেকে। ১টি চার মারেন ক্রেগ এরভাইন। ২ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ১







উইকেটে ১২ রান। নিজের প্রথম ওভারে মেধেভেরের উইকেট তুলে নিয়েছিলেন তাস্কিন আহমেদ। ইনিংসের তৃতীয় ওভারে পুনরায় বল করতে এসে তাস্কিন ফিরিয়ে দেন ক্রেগ এরভাইনকে। ২.৪ ওভারে তাস্কিনের বলে নুরুলের দস্তানায় ধরা পড়েন







এরভাইন। ৭ বলে ৮ রান করেন তিনি। মারেন ২টি চার। জিম্বাবোয়ে ১৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সিয়ান উইলিয়ামস। তাস্কিন ২ ওভারে ৯ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ৫.২ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে শাকিব







আল হাসানের হাতে ধরা পড়েন মিল্টন শুমবা। ৫.৫ ওভারে মুস্তাফিজুর রহমানের বলে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন সিকন্দর রাজা। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি সিকন্দর। জিম্বাবোয়ে ৩৫ রানে ৪ উইকেট হারায়। পাওয়ার প্লের ৬ ওভারে জিম্বাবোয়ে ৪ উইকেটে ৩৬ রান সংগ্রহ করেছে। সিয়ান উইলিয়ামস ১১ রানে ব্যাট করছেন। সপ্তম ওভারে শাকিব







আল হাসান ৬ রান খরচ করেন। অষ্টম ওভারে মুস্তাফিজুর রহমান ৪ রান খরচ করেন। ৮ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৪ উইকেটে ৪৬ রান। মুস্তাফিজুর ২ ওভারে ৫ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। নবম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় জিম্বাবোয়ে। ৯ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৫৫ রান। ২১ রানে ব্যাট করছেন সিয়ান উইলিয়ামস। ৮
রান করেছেন চাকাবভা। অর্ধেক ইনিংস শেষ। ১০ ওভারে জিম্বাবোয়ের স্কোর ৪ উইকেটে ৬৪ রান। জয়ের জন্য় শেষ ১০ ওভারে তাদের দরকার ৮৭ রান। উইলিয়ামস ২৬ ও চাকাবভা ১২ রানে ব্যাট করছেন। ১১.২ ওভারে তাস্কিনের বলে নুরুলের দস্তানায় ধরা পড়েন চাকাবভা। ১৯ বলে ১৫ রান করেন তিনি। জিম্বাবোয়ে ৬৯ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন
রিয়ান। উইকেট-মেডেন ওভার তাস্কিনের। তিনি ৩ ওভারে ৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন। ১৩তম ওভারে মোসাদ্দেকের বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন রিয়ান। ১৪তম ওভারে মুস্তাফিজুর মাত্র ৪ রান খরচ করেন। ১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৮৪ রান। উইলিয়ামস ৩১ ও রিয়ান ১২ রানে ব্যাট করছেন। ১৬তম ওভারে দলগত ১০০
রানের গণ্ডি টপকায় জিম্বাবোয়ে। তাদের স্কোর ৫ উইকেটে ১০৫ রান। জয়ের জন্য ৪ ওভারে ৪৬ রান দরকার জিম্বাবোয়ের। উইলিয়ামস ৪৩ ও রিয়ান ২১ রানে ব্যাট করছেন। তাস্কিন ৪ ওভারে ১টি মেহেন-সহ ১৯ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। মুস্তাফিজুর রহমান ৪ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ২টি উইকেট নিয়েছেন। ১৭ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৫
উইকেটে ১১১ রান। উইলিয়ামস ৪৭ ও রিয়ান ২৩ রানে ব্যাট করছেন। ১৯ ওভার শেষে সাকিবের দূর্দান্ত বোলিং ফিল্ডিংয়ে ১ ইউকেট তুলে ৬ ইউকেট হারিয়ে জিম্বাবুয়ে তুলেন ১৩২ রান। ২০ তম ওভারে মুসাদ্দেকের বলে আরেক ইউকেট তুলেনেন । ৮ ইউকেটে ১৪৬ রানে ৮ ইউকেট তুলেনেন মুসাদ্দেক । জিম্বাবুয়ের ১৪৭ রান বাংলাদেশের ১৫০ রান ।