টি-টোয়েন্টি বিশ্বকাপে হোবার্টের বেলেরিভ ওভালে নিজেদের প্রথম ম্যাচে ৯ রানে জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল। এরই মধ্যে হোবার্ট থেকে সিডনিতে পৌঁছে গেছে সাকিব আল হাসানের দল। আগামী ২৭ অক্টোবর







সকাল ৯ টায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তবে শঙ্কার বিষয় হলো, বৃহস্পতিবারের এই ম্যাচটিতেও বৃষ্টির শঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়ার পূর্বাভাস বলছে, বাংলাদেশ ও দক্ষিণ







আফ্রিকার ম্যাচের দিন ৭০ ভাগ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে অস্ট্রেলিয়া বিশ্বকাপকে বৃষ্টি যেন পিছুই ছাড়ছে। এরই মধ্যে বেশ কয়েকটি ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। এরই মধ্যে দক্ষিণ







আফ্রিকা আর জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ পরিত্যক্তও হয়ে গেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচেও হানা দিয়েছিল বৃষ্টি। তবে ভাগ্যের জোরে পূর্ণ দুই পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। কারন, ম্যাচ চলাকালে কয়েকবার খেলা বন্ধ থাকলেও ওভার কাটতে হয়নি। ভালোভাবেই শেষ করা গেছে ম্যাচটি।