ভারতের মাটিতে তামিলনাড়ুর বিপক্ষে চারদিনের ম্যাচে বড় জয় পেয়েছেন মোহাম্মদ মিঠুনরা। বিসিবি একাদশের ব্যানারে খেলতে যাওয়া দলটি জিতেছে ইনিংস ও ৪ রানে। এই জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা। চেন্নাইয়ের







এম চিদাম্বরাম স্টেডিয়ামে প্রথম ইনিংসেই দুর্দান্ত খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বিসিবি একাদশ। অধিনায়ক মিঠুনের ব্যাট থেকে আসে অপরাজিত ১৫৬ রানের ইনিংস। সাদমান ইসলাম করেন ৮৯ রান। তাতে ৯ উইকেটে ৩৪৯ রান তুলে







ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশ। জবাবে তামিলনাড়ু প্রথম ইনিংসে অলআউট হয় মাত্র ৯৩ রানে। ৫ উইকেট নিয়ে একাই দলটিকে ধসিয়ে দেন পেসার রেজাউর রহমান রাজা। তামিলনাড়ুকে ফলোঅন করান মিঠুন। দ্বিতীয়বার ব্যাট করতে







নেমে লড়লেও ইনিংস হার এড়াতে পারেনি ভারতের আঞ্চলিক দলটি, এবার অলআউট হয় ২৫২ রানে। ইনিংস হার এড়াতে শেষদিনে তাদের দরকার ছিল ১২৩ রান, হাতে ছিল ৪ উইকেট। কিন্তু শেষ রক্ষা হয়নি। দ্বিতীয় ইনিংসে বিসিবি একাদশের হয়ে ৫ উইকেট নেন স্পিনার তাইজুল ইসলাম।