






নাজমুল হাসান শান্ত অফ ফর্মে থাকাকালীন নুসরাত জাহান নামের একটি মেয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন যে, যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে শান্ত ফিফটি করতে পারে, তাহলে আমি মিরপুর স্টেডিয়ামে নগ্নতা অবস্থায় প্রেজেন্ট করবো! শান্তর







জিম্বাবুয়ের বিপক্ষে ফিফটির পিছনে কি মেয়েটি অবদান রয়েছে? মেয়েটি কি তার কথা রাখবে ? সে কি নগ্ন হবে মিরপুর স্টেডিয়ামে? ফেসবুকে এমন পোস্টে নেটিজেনরা দিশেহারা। রোববার ব্রিসবেনের গ্যাবায় টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের







বিপক্ষে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রান তুলেছে।আমি মিরপুর স্টেডিয়ামে নগ্নতা অবস্থায় নিজেকে প্রেজেন্ট করবো! জিম্বাবুয়ের বিপক্ষে ফিফটি করে মেয়েটিকে দাঁত ভাঙ্গা জবাব দিলেন শান্ত। ফিফটি







পাওয়ার পরই হাত খুলে মারতে থাকেন ধীরগতিতে ব্যাট করতে থাকা শান্ত। ৪৫ বলে এ ব্যাটার ফিফটি পান। ব্র্যাডলে ইভান্সের করা ১৬তম ওভারে বাংলাদেশ ১৭ রান তুলে নেয়। ওভারটিতে ২ চার ও এক ছক্কা মারেন শান্ত। আফিফের সঙ্গে







চতুর্থ উইকেটে ৩৬ রান যোগ করার পর শান্ত আউট হন। সিকান্দার রাজার বলে উড়িয়ে মারতে গিয়ে তিনি মিড অফে ক্রেইগ আরভিনের তালুবন্দি হওয়ার আগে ৫৫ বলে ৭ চার ও এক ছক্কায় ৭১ রানের ইনিংস খেলেন।