টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আজ ঢাকা ত্যাগ করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বাংলাদেশ দল যখন নিউজিল্যান্ডের পাড়ি জমাচ্ছে তখন দলের বাইরে রয়েছেন সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।







তবে তিনি আশা করেন টি- টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। যদিও বর্তমান সময়ে বাংলাদেশ দলের পারফরম্যান্স খুবই খারাপ। তবুও নতুন পোস্ট শ্রীধরন শ্রীরামের অধীনে নতুন করে শুরু করবে বাংলাদেশ।







মাহমুদুল্লাহ প্রত্যাশা করেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ। শুক্রবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি লিগ- হকি চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ -এর লোগো উন্মোচন অনুষ্ঠানে মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন বাংলাদেশ বিশ্বকাপে







ভালো করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন আমরা চ্যাম্পিয়নও হতে চাই। সাংবাদিদকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনারা কি চান?’ সাংবাদিকরা বলেন, ‘আমরা চাই বাংলাদেশ চ্যাম্পিয়ন হোক।’







জবাবে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরাও চ্যাম্পিয়ন হতে চাই। কেন নয়।’ তিনি আরও বলেন, ‘প্রত্যাশা করছি আমাদের টিম ভালো করবে। দলের জন্য আমার শুভ কামনা সব সময়ই থাকবে। দোয়া করি আমাদের টিম যেন ভালো করে।’