টি-টোয়েন্টি বিশ্বকাপে কাল ভারত-পাকিস্তান ম্যাচটা দর্শক অনেক দিন মনে রাখবেন। শেষ বলে গড়ানো ম্যাচটি ৪ উইকেটে জিতেছে ভারত। দুর্দান্ত ইনিংসের জন্য লোকে বিরাট কোহলির প্রশংসা করছেন। পাকিস্তানের সমর্থকেরা হতাশ।







শুধু কোহলির একার বীরত্বেই হেরেছে দল, নাকি নিজেদেরও কিছু ভুল ছিল? ম্যাচে নিজেদের ভুল খুঁজতে গিয়ে অধিনায়ক বাবর আজমকে কাঠগড়ায় তুলেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।সুপার টুয়েলভের এ ম্যাচে আগে







ব্যাট করে ৮ উইকেটে ১৫৯ রান করেছিল পাকিস্তান। স্পিনার মোহাম্মদ নেওয়াজকে দিয়ে শেষ ওভারে বল করান বাবর। শেষ ওভারে ১৬ রান দরকার ছিল ভারতের। কিন্তু নেওয়াজ এ রানের মধ্যে ভারতকে আটকাতে পারেননি। এ ছাড়া







বোলারদের ব্যবহার করা নিয়েও বাবরের কৌশলের সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।পাকিস্তানের এক টিভি চ্যানেলে এসে বাবরের সমালোচনা করেন হাফিজও, ‘ব্যাপারটা এখন এমন হয়ে দাঁড়িয়েছে, বাবর আজমের অধিনায়কত্ব







নিয়ে সমালোচনা যেন পাপের পর্যায়ে পড়ে। এ নিয়ে টানা তৃতীয় বড় ম্যাচে আমরা তার অধিনায়কত্বে খুঁত দেখলাম। কিন্তু আমরা শুনে আসছি, ৩২ বছর বয়সে আসতে আসতে সে শিখে ফেলবে।’এরপর বাবরের অধিনায়কত্বের একটি খুঁতও
ধরিয়ে দেন হাফিজ, ‘আজকের (কাল) ম্যাচে ভারত যখন ৭ থেকে ১১ ওভারের মধ্যে প্রতি ওভারে ৪ রান করে নিতেও কষ্ট করছে, তখন বাবর স্পিনারদের কোটা শেষ করল না কেন?’নেওয়াজ শেষ ওভারে দুটি উইকেট নিলেও কোহলির সামনে
দাঁড়াতে পারেননি। শেষ বলে ১ রান দরকার থাকতে রবিচন্দ্রন অশ্বিনকে হাফভলি বল করেন নেওয়াজ। সে সময় এমন লেংথে বল করা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।যদিও ম্যাচ শেষে বোলারদের প্রশংসাই করেছেন বাবর, ‘আমাদের বোলাররা দারুণ
বল করেছে। তবে কোহলি ও পান্ডিয়ার প্রশংসা করতেই হবে…বিশেষ করে বিরাট কোহলিকে। মাঝের ওভারগুলোয় আমরা উইকেট নিতে স্পিনারদের ধরে রেখেছিলাম। তবে এ ম্যাচ থেকেই ইতিবাচক অনেক কিছুই নেওয়ার আছে।’৫৩ বলে ৮২
রানের অপরাজিত ইনিংসে ম্যাচ জেতান কোহলি। পঞ্চম উইকেটে তাঁর সঙ্গে ৭৮ বলে ১১৩ রানে জুটি গড়েন হার্দিক পান্ডিয়া। তাঁর ৩৭ বলে ৪০ রানের ইনিংসও ভারতের জয়ে দারুণ ভূমিকা রেখেছে।