চলচে টি-২০ বিশ্বকাপ উন্মাদনা।টি-২০ বিশ্বকাপ শেষ হতে না হতেই শুরু হবে ফুটবল বিশ্বকাপ। আর বলতে গেলে ফুটবল বিশ্বকাপ একদম দরজায় করা দিচ্ছে মাত্র আর ২৫ দিন বাকি। প্রতিবারের মতো এইবারও ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করা







দলগুলো তাদের ম্যাচের পূর্বেই তাদের সম্ভব্য স্কোয়াড ঘোষণা করেছে। অ্যাঞ্জেল ডি মারিয়া ও দিবালা ইনজুরিতে থাকলেও স্কোয়াডে তাদের রাখা হয়েছে। ধারনা করা হচ্ছে তারা দুই জন বিশ্বকাপের আগেই আবার ফিট হবেন। যথারীতি আর্জেন্টিনা







ও তাদের ২৬ সদস্য এর একটি চমৎকার সম্ভব্য দল বা স্কোয়াড ঘোষণা করেছে। আর্জেন্টিনার এইবার সম্ভব্য স্কোয়াডটি আসলেই অনেক গঠনমূলক একটি স্কোয়াড হয়েছে। একটি স্কোয়াডে বিভিন্ন ক্ষেত্র রয়েছে। যেমনঃ-







গোলরক্ষক,ডিফেন্ডার,মিডফিল্ডার,ফরোয়ার্ড। চলেন তাহলে দেখে নেওয়া যাক এই চারটি ক্ষেত্রে কারা কারা কাতার বিশ্বকাপ ২০২২ খেলার সৌভাগ্য লাভ করেছে। আর্জেন্টিনা টিমের কোচ হিসেবে থাকবেন লিওনেল স্কালোনি। পাশাপাশি







গোলরক্ষক হিসেবে তিনজন দক্ষ গোল রক্ষক থাকবেন। তিনজন গোল রক্ষক হলেনঃ– এমিলিয়ানো মার্টিনেজ ও অগাস্তিন মার্চেসিন এবং হুয়ান মুসো। ডিফেন্ডার হিসেবে কাতার বিশ্বকাপে যারা থাকছেন তারা হলোঃ– নিকোলাস ওটা মেন্ডি,
নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ, জের্মান পেৎসেল্লা, লুকাস মার্তিনেজ কুয়ার্তা, হোসে লুইস পালোমিনো, ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ। আর্জেন্টিনা টিমে মিডফিল্ডারেদর তালিকা হলো: লিঁয়াদ্রো পারাদেস,
মার্কোস আকুনা, এমিলিয়ানো বুয়েন্দিয়া, রদ্রিগো দি পল, নিকোলাস ডমিঙ্গেস , জিওভান্নি লো সেলসো, গুইদো রদ্রিগেজ, এজেকুয়েল প্যালাসিওস, নিকোলাস গঞ্জালেস। ফরোয়ার্ড হিসেবে যারা থাকবেন আর্জেন্টিনার স্কোয়াডে তারা হলেন :
লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল ডি মারিয়া, লুকাস আলারিও, দিবালা, অ্যাঞ্জেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া, আলেজান্দ্রো গোমেজ, লুকাস ওকাম্পোস, লাউটারো মার্টিনেজ। আর্জেন্টিনা এই পর্যন্ত মোট চারবার ফুটবল বিশ্বকাপ এর ফাইনাল রাউন্ডে খেলেছে। আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ জয়লাভ করে ১৯৭৮ সালে।আর্জেন্টিনা দ্বিতীয় বিশ্বকাপ জয়লাভ করে ১৯৮৬ সালে।আর্জেন্টিনা দ্বিতীয় বিশ্বকাপ জয়লাভ করে ১৯৮৬ সালে।