লিওনেল মেসি ও নেইমার ইউরোপিয়ান ফুটবলে শীর্ষ উপার্জনকারী দুই ফুটবলার। অবশ্য এই দুজনের চেয়ে বেশি আয় তাঁদের পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপ্পের। গত দলবদলে এমবাপ্পে রিয়াল







মাদ্রিদকে ফিরিয়ে দিয়ে পিএসজিতেই থেকে যান।পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি নবায়নও করেছেন ২৩ বছর বয়সী এই তারকা, যা বড় অঙ্কের আয়ের সুযোগও করে দিয়েছে। এর আগে







এমবাপ্পের চুক্তির বিস্তারিত বিষয়আশয় সামনে এনেছিল ফরাসি সংবাদপত্র ‘লা পারিসিয়ান’। এবার তারা জানাল, মেসি ও নেইমারের চুক্তির বিস্তারিতও।







নেইমার:
২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোতে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে ৫ বছরের চুক্তিতে কিনে নেয় পিএসজি। চুক্তি অনুযায়ী কর বাদ দিয়ে মৌসুমপ্রতি ৩৬ মিলিয়ন ইউরো পেয়ে আসছেন এই ফরোয়ার্ড।







গত বছর ২০২৭ পর্যন্ত পিএসজির সঙ্গে নতুন করে আবার চুক্তি নবায়ন করেন নেইমার।যেখানে তিনি বেতন কাটার ব্যাপারেও রাজি হন। যদিও সেটি কত তা জানা যায়নি। তবে লা প্যারিসিয়ানের দেওয়া তথ্য মতে, নতুন চুক্তির পর এমবাপ্পে বছর প্রতি ৭২ মিলিয়ন ইউরো পেয়ে থাকেন।







মেসি
পিএসজিতে কর বাদ দিয়ে মেসির আয় ৪১ মিলিয়ন ইউরো। যেখানে ক্রিপ্টোকারেন্সিতে দেওয়া অংশসহ লয়্যালিটি বোনাসও রয়েছে। তবে এমবাপ্পের মতো মেসি কোনো সাইনিং বোনাস পাননি।
যেখানে ফরাসি তারকাকে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়নের জন্য ১৮০ মিলিয়ন ইউরো দেওয়া হয়েছে।ফরাসি না হওয়ার কারণে মেসিকে অবশ্য ৩০ শতাংশের বেশি কর দিতে হয় না। যেখানে ফ্রান্সে ১ লাখ ৬০ হাজার ইউরোর বেশি আয়কারীদের ৪৯ শতাংশ আয়কর দেওয়ার নিয়ম রয়েছে।
এমবাপ্পে:
কদিন আগেই পিএসজির সঙ্গে বাড়তি দুই মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এমবাপ্পে। সঙ্গে আরও এক বছর বাড়তি থাকার সুযোগও রাখা হয়েছে। এর মধ্য দিয়ে আকর্ষণীয় এক চুক্তির অংশ হয়েছেন এই ফরোয়ার্ড। যেখানে তিন বছরের জন্য তিনি পাবেন ৬৩০ মিলিয়ন ইউরোর মতো।