দীর্ঘদিন পর আবারো বাংলাদেশ দলের জয়ের নায়ক তাসকিন আহমেদ। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে ১৪৪ রান করেও তাসকিন আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৯ রানে জয়লাভ করেছে







বাংলাদেশ। যেখানে বল হাতে ইনিংসের প্রথম দুই বলেই উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ৪ ওভার বোলিং করে ২৫ রানের বিনিময়ে তুলে নিয়েছেন চারটি উইকেট। প্রথম দুই বলেই উইকেট। কিভাবে সম্ভব হলো? ওই মুহূর্তে সেই দুটি ডেলিভারি







সম্পর্কে জানতে চাইলে তাসকিন বলেন, “আমি বেসিকটা ধরে রেখেছিলাম। প্রথম ইনিংসে বল মুভ করছিল। তাই আমি টেস্ট ম্যাচে যে লেন্থে বল করি, সেই লেন্থেই বল করেছি।” পেস বোলিং কোচ, সাবেক দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি অ্যালান







ডোনাল্ডের থেকে পাওয়া শিক্ষা কাজে লেগেছে কি না, সে সমপর্কে তিনি বলেন, “আমি দুই দিকেই বল সুইং করাতে পারি। সেটাই এই ম্যাচেও আমার মূল লক্ষ্য ছিল। আমি এ বিষয়টা নিয়ে বিশ্বকাপে আসার আগে থেকেই কাজ করেছি। সেটাই আজ কাজে লাগাতে পেরে আমি খুশি