আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বিশাল হারে নিজেদের সাথে পাকিস্তানকেও বিপদে ফেললো বাংলাদেশ দল। সিডনিতে আজ সাকিববাহিনী শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারলন না, এতটাই বাজেভাবে হারলেন যে প্রোটিয়াদের







নেট রানরেট কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে গেল। সুপার টুয়েলভের গ্রুপ দুইয়ের আপাতত গ্রুপের শীর্ষে উঠে গেলেন প্রোটিয়ারা। বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সুপার ১২’-র ‘গ্রুপ ২’-র লড়াইয়ে বাংলাদেশকে ১০৪ রানে উড়িয়ে দিয়েছে







দক্ষিণ আফ্রিকা। সেই জয়ের ফলে দু’ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থাকলেন প্রোটিয়ারা। নেট রানরেটের নিরিখে জোরদার ধাক্কা খেয়ে তিন নম্বরে নেমে গিয়েছে সাকিবরা। দুই ম্যাচে বাংলাদেশের পয়েন্ট দুই। নেট রানরেট -২.৩৭৫।







এদিকে আজই সিডনিতেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে ভারত। সেই ম্যাচে জিতে গেলেই গ্রুপের শীর্ষে চলে যাবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। আপাতত এক ম্যাচে ভারতের পয়েন্ট দুই। নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতলে ভারতের







ঝুলিতে থাকবে চার পয়েন্ট এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দিকে একধাপ এগিয়ে যাবে। অন্যদিকে রাতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এদিকে বাংলাদেশের হারে অসুবিধা হল পাকিস্তানের! যদিও তুলনামূলকভাবে
‘দুর্বল’ নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে এবং বাংলাদেশের বিরুদ্ধে খেলা আছে পাকিস্তানের। তবুও পাকিস্তানের বিপক্ষে জয়ের কারনে ওই দূর্বল দলগুলোর সাথে জিতলেই সেমিফাইনালে চলে যাবে ভারত। আর ভারত যদি কোয়ালিফাই করে তাদের
সাথে কোন দল যাবে সেমিফাইনালে, তা নিয়ে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মূলত লড়াই হবে। পাকিস্তানের পয়েন্ট সর্বোচ্চ আট হতে পারে। দক্ষিণ আফ্রিকার হতে পারে নয়। কিন্তু পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাকি আছে। তাই সেই ম্যাচটার উপরই নির্ভর করবে যে কোন দল সেমিফাইনালে যাবে।