শেষ বলে প্রয়োজন ছিল তিন রান। এক রানের বেশি করতে পারল না পাকিস্তান। হারল এক রানে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে জোড়া হারে বাবর আজমদের সেমিফাইনাল-ভাগ্য ঝুলছে সুতোয়। অন্যদিকে আইসিসির যেকোনো টুর্নামেন্টে







পাকিস্তানের বিপক্ষে এটি প্রথম জয় জিম্বাবুয়ের। পার্থে বৃহস্পতিবার লো-স্কোরিং ম্যাচে ১৩১ তাড়া করতে নেমে পাকিস্তান থামে ৮ উইকেটে ১২৯ রানে। শ্বাসরূদ্ধকর এই ম্যাচ জয়ের নায়ক সিকান্দার রাজা। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট







নিয়েছেন এ জিম্বাবুয়ান অলরাউন্ডার। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরা পুরস্কারও বগলদাবা করেছেন তিনি। বিশ্বকাপ মঞ্চে পাকিস্তানকে প্রথমবারের মতো হারিয়ে কেমন অনুভূতি হচ্ছে— প্রশ্নে সিকান্দার রাজা জানালেন, এ মুহূর্তে দারুণ







অনুভূতি। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে এতটাই উদ্বিগ্ন ছিলেন যে, তার গলা শুকিয়ে গিয়েছিল। চাপে ভাষাও হারিয়ে ফেলেছিলেন। ম্যাচ শেষে সেরার পুরস্কার নিতে এসে সিকান্দার রাজা বললেন, ‘আমার গলা শুকিয়ে গেছে, ভাষা হারিয়ে







ফেলেছি। সব আবেগ আমাকে চেপে ধরেছে। দলের সবার এমন পারফরম্যান্সে আমি নিজে কতটুকু গর্বিত, তা বলে বোঝাতে পারব না। পেসাররা খুব ভালো শুরু করেছিল যা আমাদের বিশ্বাস যুগিয়েছে। এই মুহূর্তে আর কী বলব, সেটাই এখন আর চিন্তা করতে পারছি না।’