নিজস্ব প্রতিবেদক OCTOBER 30, 2022 COMMENTS OFF ১৫ বছরের আক্ষেপ শেষে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এসে আবার জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ দল। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে এক জয় পাওয়া বাংলাদেশ এবারের অষ্টম







আসরে ইতোমধ্যে দুই জয় দখল করে নিয়েছে। এরমধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে আজকের (৩০ অক্টোবর) ছিল চরম নাটকীয়তা ভরা, শ্বাসরুদ্ধকর। ম্যাচটিতে শেষ ওভারের শেষ বলে এসে জিম্বাবুয়েকে হারিয়ে ৪ রানের জয় নিয়ে মাঠ ছেড়ে







চলে গিয়েছিল টাইগাররা। তবে থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে আচমকা নো বলে আবার মাঠে ফিরতে হয় সাকিব আল হাসানের দলকে। যদিও কোনো বিপদ ছাড়াই শেষ বলে এবার ৩ রানের নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়ে দল। টাইগারদের এমন







জয়ের দিন মাঠে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। দলের এমন জয়ে উচ্ছ্বসিত পাপন ম্যাচশেষে জানিয়েছেন, আরেকটু হলে নাকি জ্ঞানই হারিয়ে ফেলতেন তিনি। গণমাধ্যমে পাপন বলেন, ‘এভাবে ম্যাচ শেষ হলে দর্শকের







হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। টু মাচ! আমি আরেকটু হলে জ্ঞানই হারিয়ে ফেলতাম!’ জিতলেও মন খারাপ জানিয়ে পাপন এই সময় আরও যোগ করেন, ‘শেষ ৩ ওভারে ব্যাটিং ও বোলিং দুটোতেই আমরা ভালো করছি, এমনটা বলা যাবে না। আমরা







শেষ ৩ ওভারে রানও পাচ্ছি না, আবার বল হাতে প্রচুর রানও দিয়ে দিচ্ছি। আজকের যে প্রতিপক্ষ, তাদের বিরুদ্ধে বড় ব্যবধানে না জেতার কোনো কারণই নেই। সেদিক দিয়ে মনটা একটু খারাপ।’