ইন্টারন্যাশনাল পর্যায়ে টানা ৩ ম্যাচেই প্রথম ওভারে উইকেট পাওয়া বিশ্বের একমাত্র বোলার তাসকিন আহমেদ।অভিনন্দন বাংলার স্পিডস্টার 🔥






টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে সর্বোচ্চ উইকেটের অধিকারী এখন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ৩ উইকেট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছেন টাইগার এ পেসার।






আজ ম্যাচ শুরুর আগে তাসকিনের উইকেট সংখ্যা ছিল ৫টি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেট সংগ্রহ করে তাসকিনের উইকেটের সংখ্যা ৮ এ পৌঁছেছে। রোববার দিনের প্রথম ম্যাচে






বাংলাদেশকে প্রথম সফলতাটা এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ। তার অফ স্টাম্পের বাইরের বলে তাড়া করতে গিয়ে ওয়েসলি মাধেভেরে তালগোল পাকিয়ে ফেলেন। টপ এজ হয়ে বলটা চলে






যায় ডিপ থার্ডম্যানে থাকা মুস্তাফিজুর রহমানের কাছে। সেটা ধরতে একটু বেগ পেলেও শেষমেশ সফল হলেন মুস্তাফিজ। অধিনায়ক ক্রেইগ আরভিনকে এর পরের ওভারে তাসকিন ফেরান। এবারও






অফ স্টাম্পের বাইরের বলে সফলতা। তার বলে খোঁচা দিয়ে উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে ক্যাচ দেন আরভিন। ইনিংসের ১২তম ওভারে টাইগার পেসার ফেরান চাকাভাকে। তাতেই তিনি






বনে যান বিশ্বকাপের সুপার টুয়েলভের সেরা বোলার। তাসকিনের পরই তালিকার শীর্ষে রয়েছেন স্যাম কারান। ইংলিশ এ অলরাউন্ডারের উইকেট সংখ্যা ৭টি। তবে কারানকে টপকে শীর্ষস্থানটা
নিজের করে নিয়েছেন তাসকিন। এরপর তৃতীয় অবস্থানে রয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট, তার উইকেট সংখ্যা ৬টি। টেবিলের চার নম্বরে রয়েছেন প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া, তার
উইকেট সংখ্যা ৫টি। সমান ৫টি উইকেট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার।