চলতি টি-২০ বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা সিডনি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আগামীকাল সকাল ৯ঃ০০ টায়। এখনো পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোনো টি-







টোয়েন্টি ম্যাচ জয়লাভ করতে পারিনি বাংলাদেশ। পটিয়াদের বিপক্ষে মোট সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে টাইগাররা যেখানে সবকটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সর্বশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছিল







বাংলাদেশ। ওই ম্যাচে বাংলাদেশকে ধসিয়ে দিয়েছিল কাগিসো রাবাদা এবং নর্কিয়া। ৮৪ রানে অলআউট হয়েছিল টাইগাররা। দক্ষিণ আফ্রিকা ম্যাচে জয়লাভ করেছিল মাত্র ১৩ ওভারে। আগামীকালকেও অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ব্যাটিং







লাইনআপ ধষিয়ে দিতে পারে এই দুই ফাস্ট বোলার। এছাড়াও ব্যাটিংয়েও বাংলাদেশের জন্য চিন্তার কারণ রয়েছে। বরাবর ই বাংলাদেশের বিপক্ষে ভালো ব্যাটিং করে থাকেন ব্যাটসম্যান ডেভিড মিলার। এমনকি টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারের দুটি







সেঞ্চুরির মধ্যে একটি বাংলাদেশের বিপক্ষে। এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। যার মধ্যে ১৮৫ স্ট্রাইক রেটে ১৬২ রান করেছেন তিনি। এই ৫ ইনিংসের মধ্যে তাকে একবারই আউট করতে পেরেছে







বাংলাদেশ। বর্তমান সময়ে ভালো ছন্দে রয়েছেন তিনি। গত মাসে সর্বশেষ ভারত সফরে টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এছাড়াও অপর একটি ম্যাচে ৭৫ রান করে অপরাজিত ছিলেন ডেবিড মিলার।