৩০ ম্যাচ পর নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ওপেনিং জুটি থেকে ৪০ রানের বেশি আসে। মেক শিফট ওপেনার দিয়েও ব্যর্থ হওয়ার পর বিশ্বকাপের প্রথম ম্যাচে এমন শুরু স্বস্তির ছিল দিশেহারা টিম ম্যানেজমেন্টের জন্য। তাইতো







আগামীকাল দক্ষিণ আফ্রিকায় বিপক্ষে ম্যাচেও এমন ব্যাটিং চান অধিনায়ক সাকিব আল হাসান। বিশেষ করে দুই ওপেনারের কাছ থেকে আরও বেশি ভালো পারফরম্যান্স চান অধিনায়ক। আর সেক্ষেত্রে তারা যদি ২০ ওভার ও ব্যাটিং করে







তাতে কোন সমস্যা নেই। সাকিব বলেন, “আমি যেটা বললাম, ওপেনারদের ২০ ওভার ব্যাটিং করার সুযোগ আছে। কেন তারা সেটা করতে পারবে না? আমি বিশ্বাস করি তারা পারবে। বোলাররা আগেরদিন যেমন বল করেছে, কেন আমরা আবার







১০ উইকেট নিতে পারবো না?” আর বল হাতে দারুণ করেছেন পেসাররা। তাসকিন আহমেদ তার ক্যারিয়ার সেরা বোলিং করেন। মোস্তাফিজুর রহমান-হাসান মাহমুদও ভালো করেন। তাতেই নেদারল্যান্ডসের বিপক্ষে আসে স্বস্তির জয়।







অধিনায়ক সাকিবও তাই সতীর্থদের ওপর রেখেছেন অগাধ আস্থা। ‘আমরা ফলাফলে যেতে চাই, খেলা উপভোগ করতে চাই, আগ্রাসী থাকতে চাই। রোমাঞ্চকর ক্রিকেট খেলে দিনশেষে হাসিমুখে ফিরে আসতে চাই। এমন একটা ম্যাচ, আমরা যদি







ম্যাচটা জিতে যাই তাহলে নিজেদের সামর্থ্য প্রমাণ করার খুব কাছাকাছি চলে যাব”। “আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, আবার একইসাথে দক্ষিণ আফ্রিকাও হারতে পারবে না এরকম একটা পরিস্থিতিতে আছে। দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা খেলাটা কতটা উপভোগ করছি এটা আমাদের জন্য বড় ব্যাপার।’- আরও যোগ করেন সাকিব।