শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। করোনার পজিটিভ হওয়ায় এ ম্যাচ থেকে ছিটকে পড়েন লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। আর শ্রীলঙ্কা ধাক্কা খায় অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতে।পাঁচ বল করার পরই চোট নিয়ে মাঠ







ছাড়তে হয়েছে দলটির পেসার বিনুরা ফার্নান্ডোকে। অস্ট্রেলিয়া ধাক্কাটা সামলে উঠেছে বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগারকে দিয়ে। কিন্তু শ্রীলঙ্কা আর বিনুরাকে হারানোর ধাক্কা সামলে উঠতে পারেনি।







মার্কাস স্টয়নিসের ঝড়ো ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ারকাছে উড়ে গেছে শ্রীলঙ্কা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে শ্রীলঙ্কা।জবাবে ২১ বল হাতে রেখে মাত্র ৩







উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।দলকে ৭ উইকেটের জয় এনে দিতে ১৮ বলে চারটি চার ও ছয় ছয়ে অপরাজিত ৫৯ রান করেছেন স্টয়নিস।