





এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে অপরাজিত থাকার মিশনে লড়ছে ভারত-দক্ষিণ আফ্রিকা। যেখানে পার্থের অপ্টাস স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে বিপর্যয়ে পড়েছে ভারতীয়রা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে মোটে ১৩৩ রান






করেছে রোহিত শর্মার দল। ম্যাচে ভারতের মাত্র ৩ ব্যাটসম্যান ডাবল ডিজিটে পৌঁছাতে পেরেছেন। যারমধ্যে একমাত্র সূর্যকুমার যাদবই ছিলেন ব্যাট হাতে সফল। ফিফটি হাঁকিয়ে দলকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন এই ব্যাটসম্যান। ১৩৪ রান করলেই গ্রুপ






‘২’ থেকে তিন ম্যাচ শেষে একমাত্র অপরাজিত দল হবে দক্ষিণ আফ্রিকা। তবে এই সহজ টার্গেট দিয়েও খুশি ভারত। ভারতীয় খেলয়াড়দের দেখে এমনটি মনে হচ্ছে। কেননা দুই ম্যাচ জিতে সেমিতে পা দিয়ে রেখেছে ভারত। তাই আজ হারলেও কোন






সমস্যা নেই কোহলিদের। তাদের পরবর্তীতে প্রতিপক্ষ বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এই দুই ম্যাচ জয় পাবে বলে মনে করছে তারা। এর আগে রোববার (৩০ অক্টোবর) দিনের তৃতীয় ম্যাচে পার্থে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে টসে জিতে দক্ষিণ






আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই ম্যাচে জয়ের লক্ষ্যে স্পিনার আক্সার প্যাটেলের বদলে দীপক হুদাকে দলে টেনেছে ভারতীয়রা। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে খেলা তাবরেইজ শামসিকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা।






দলে টেনেছেন লুঙ্গি এনগিডিকে। ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং।
দক্ষিণ আফ্রিকা একাদশ: টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, কুইন্টন ডি কক, ট্রিস্টান স্টাবস, অ্যাইডেন মার্করাম, ডেভিড মিলার, ওয়েইন পারনেল, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নরকিয়ে, লুঙ্গি এনগিডি।