তুমুল প্রতিদ্বন্দ্বিতা, বৃষ্টি আর পয়েন্ট টেবিলের জমজমাট হিসেবনিকেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ যেন জমে ক্ষীর। গ্রুপ দুটি থেকে কোন দলগুলো সেমিফাইনালে উঠবে, তা এখন অনুমান করাও কঠিন। বাংলাদেশেরও সেমিফাইনালের আশা এখনও







বেঁচে আছে। আর সেই লক্ষ্যে এবার টাইগারদের সামনে জিম্বাবুয়ে, যারা চলতি বিশ্বকাপে দুর্দান্ত ক্রিকেট খেলছে। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হওয়া উচিৎ, জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ







আশরাফুল। আশরাফুল মনে করেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ যে একাদশ নিয়ে খেলেছে, জিম্বাবুয়ের বিপক্ষেও একই একাদশ নিয়ে খেলা উচিৎ। প্রোটিয়াদের বিপক্ষে ভরাডুবির পরও কেন তিনি একাদশে পরিবর্তন চান না, সেই ব্যাখ্যাও







দিয়েছন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে দল খেলেছে আমার মনে হয় জিম্বাবুয়ের বিপক্ষে ঐ দলটাই খেলতে পারে। জিম্বাবুয়ের ব্যাটিং ইউনিটের টপ ফোরে দুইজন বাঁহাতি থাকায় নাসুমের চেয়ে মিরাজই হয়ত এগিয়ে থাকবে, যেহেতু বাঁহাতি
স্পিনার হিসেবে সাকিব আছে।‘ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকে দ্বিতীয় ম্যাচে একটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে সুবিধা করতে না পারায় দক্ষিণ আফ্রিকা ম্যাচে একাদশ থেকে বাদ পড়েন ইয়াসির আলী চৌধুরী।
তার জায়গায় সুযোগ পান মেহেদী হাসান মিরাজ। একনজরে জিম্বাবুয়ের বিপক্ষে আশরাফুলের পছন্দের একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান
(উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।