প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে হারিয়ে দীর্ঘ ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে কোন ম্যাচ জিতেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে মাঝারি রানের লক্ষ্য দিয়েও জয়টা এসেছে তাসকিন আহমেদের অবিশ্বাস্য বোলিংয়ে। দুরন্ত বোলিংয়ের জন্য







ম্যাচের দিন সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন এই পেসার। আর আজ প্রশংসায় ভাসলেন অধিনায়ক সাকিব আল হাসানের কাছে। সাকিবের মতে, মাশরাফি বিন মুর্তজার পর তাসকিনই বাংলাদেশের পেস বোলিংয়ের নেতা। আগামীকাল







দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইয়ে নামার আগে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেছেন, ‘মাশরাফির পর তাসকিনই বাংলাদেশের পেস বোলিংয়ের অন্যতম একজন নেতা। সে গত দু-তিন বছর ধরে







অসাধারণ বোলিং করছে। সে নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করেছে।’ টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও এখনো ওয়ানডে ক্রিকেটে অবসর নেননি বাংলাদেশের সর্বকালের সেরা পেসার মাশরাফি। দীর্ঘদিন বাংলাদেশের পেস বোলিংয়ের নেতৃত্ব







দিয়েছেন তিনি। এরপর কয়েক বছর মোস্তাফিজুর রহমান বোলিংয়ের নেতৃত্ব দিলেও এখন তিনি খেই হারিয়ে ফেলেছেন। গত কয়েক বছর ধরেই সব সংস্করণে বাংলাদেশের পেস বোলিংয়ের নেতৃত্ব দিচ্ছেন তাসকিন। তাঁর দেখানো পথেই







বাংলাদেশ সাফল্য পেয়ে আসছে। বিশ্বকাপের দুর্দান্ত শুরুটাও তিনি করেছেন। ডাচদের বিপক্ষে জয়ের ম্যাচে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন এই পেসার। শুধু তাসকিনের প্রশংসা করেই থামেননি সাকিব, পুরো বোলিং ইউনিটকে নিয়ে
গর্বও করেছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘সব সংস্করণে আমাদের এখন ভালো বোলিং ইউনিট আছে। তারা ভালো করছে। আমি খুবই গর্বিত যে তারা নিজেদের উন্নতি করছে। তারা এখন দলকে সাফল্য এনে দিচ্ছে। আশা করি, তারা আগামী ম্যাচগুলোতে এই পারফরম্যান্সটা ধরে রাখলে নিশ্চিতভাবেই আমাদের বিশ্বকাপটা ভালো কাটবে।’