এই জয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। টি ২০ বিশ্বকাপের সব আসরেই খেলেছি আমি; কিন্তু জিততে পারিনি (দ্বিতীয় পর্বে)। বিষয়টা আমার মাথায় ছিল। আজ (সোমবার) নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নিজেদের কাজটা কঠিন করে তুলেছিলাম আমরা।
জানতাম যে এই উইকেটে ১৫৫ খুব ভালো স্কোর, ১০ রান কম করেছিলাম। সেটা পুষিয়ে দিয়েছে বোলাররা। পেস বোলাররা সত্যিই অনেক ভালো করেছে। আমরা এখন পেস বোলিংয়ের গুরুত্ব বুঝতে পারছি। ‘সব সংস্করণেই আমরা দারুণ একটি ফাস্ট বোলিং
গ্রুপ পেয়েছি। দারুণ কয়েকজন পেসার উঠে এসেছে। হাসান মাহমুদ তাদের একজন। তাসকিন গত দু-তিন বছর ধরে আমাদের সেরা বোলার। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো অভিজ্ঞতা ও গতি আছে তার। আমাদের দলের অধিকাংশ ফিল্ডার চটপটে
ও তৎপর। ফিল্ডিংয়ে ৫-১০ রান বাঁচাতে পারলে সেটাই ব্যবধান গড়ে দিতে পারে।তাসকিন আহমেদ, ম্যান অব দ্য ম্যাচ এই জয় আমাদের খুবই দরকার ছিল। দল হিসাবে আমরা ভালো খেলেছি। জয়ে নিজে অবদান রাখতে পারায় আরও বেশি ভালো লাগছে।
আমি মৌলিক বিষয়গুলো ঠিকঠাক মতো করার চেষ্টা করেছি। নেদারল্যান্ডসের বোলিং লক্ষ্য করেছি। ভালো মুভমেন্ট ছিল। সেজন্য আমি টেস্ট ম্যাচের লেন্থে বল করার চেষ্টা করেছি। নিজের সেরাটা দিয়ে বল দুদিকেই মুভ করাতে চেয়েছি। এটাই কাজে দিয়েছে।
বিশ্বকাপের প্রস্তুতিতে আমার মূল লক্ষ্য ছিল, দুদিকেই যেন বল মুভ করাতে পারি। উন্নতিতে মনোযোগ দিচ্ছি। আমি বিশ্বমানের বোলার হতে চাই।স্কট এডওয়ার্ডস, নেদারল্যান্ডস অধিনায়ক আমরা বোলিংয়ে ভালো করেছি। ১০-১৫ রান কম করেছিল বাংলাদেশ।
কিন্তু দুটি বাজে রানআউট আমাদের পিছিয়ে দেয়। কলিন অ্যাকারমান ও মিকেরেন লক্ষ্যের কাছাকাছি নিয়ে গিয়েছিল আমাদের। আশা করি, পরের ম্যাচে ব্যাটিং আরও ভালো হবে। আমরা ভারত ম্যাচের দিকে তাকিয়ে আছি।
সংখ্যায়
১
টি ২০ বিশ্বকাপের দ্বিতীয় পর্বে বাংলাদেশের এটি প্রথম জয়।
সুপার এইট, সুপার টেন, সুপার টুয়েলভ মিলিয়ে দ্বিতীয় পর্বে আগের ১৬ ম্যাচেই হেরেছিল বাংলাদেশ। ১৭তম ম্যাচে কাক্সিক্ষত জয় পেলেন সাকিবরা। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই ছিল বাংলাদেশের প্রথম টি ২০ ম্যাচ।
৮
সব মিলিয়ে টি ২০ বিশ্বকাপে বাংলাদেশের এটি অষ্টম জয়। আট জয়ের দুটি নেদারল্যান্ডসের বিপক্ষে। এছাড়া একাধিক জয় শুধু ওমানের বিপক্ষে
৪/২৫
নেদারল্যান্ডসের বিপক্ষে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ২৫ রানে চার উইকেট নিয়ে আন্তর্জাতিক টি ২০তে এই প্রথম ম্যাচসেরা হলেন তাসকিন আহমেদ। টি ২০তে এই প্রথম চার উইকেট পেলেন তিনি। এই সংস্করণে তার আগের সেরা ছিল ১২ রানে দুই উইকেট
৩০
নাজমুল হোসেন ও সৌম্য সরকার কাল উপহার দেন ৪৩ রানের উদ্বোধনী জুটি। আন্তর্জাতিক টি ২০তে ৩০ ম্যাচ পর ৪০ ছাড়ানো উদ্বোধনী জুটি পেল বাংলাদেশ
৪২
নেদারল্যান্ডসের বিপক্ষে ৩২ রানে এক উইকেট নিয়ে টি ২০ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটের রেকর্ড আরও সমৃদ্ধ করলেন সাকিব আল হাসান। আট আসর মিলিয়ে ৩২ ম্যাচে ৪২ উইকেট নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ উইকেট সাবেক পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির
স্কোর কার্ড
বাংলাদেশ
রান বল ৪ ৬
নাজমুল ক বিক ব প্রিঙ্গল ২৫ ২০ ৪ ০
সৌম্য ক ডি লিড ব মিকেরেন ১৪ ১৪ ২ ০
লিটন ক কুপার ব বিক ৯ ১১ ০ ০
সাকিব ক লিড ব শারিজ ৭ ৯ ০ ০
আফিফ ক এডওয়ার্ডস ব লিড ৩৮ ২৭ ২ ২
ইয়াসির ব মিকেরেন ৩ ৫ ০ ০
নুরুল ক মিকেরেন ব লিড ১৩ ১৮ ০ ০
মোসাদ্দেক নটআউট ২০ ১২ ২ ১
তাসকিন ক বিক ব ক্ল্যাসেন ০ ১ ০ ০
হাসান নটআউট ০ ৩ ০ ০
অতিরিক্ত ১৫
মোট (৮ উইকেটে, ২০ ওভারে) ১৪৪
উইকেট পতন : ১/৪৩, ২/৪৭, ৩/৬০, ৪/৬৩, ৫/৭৬, ৬/১২০, ৭/১২৯, ৮/১৩৪।
বোলিং : ফ্রেড ক্ল্যাসেন ৪-০-৩৩-১, কলিন অ্যাকারমান ১-০-৪-০, পল মিকেরেন ৪-০-২১-২, বাস ডি লিড ৩-০-২৯-২, টিম প্রিঙ্গল ২-০-১০-১, শারিজ আহমাদ ৩-০-২৭-১, ফন বিক ৩-০-১২-১।
নেদারল্যান্ডস
রান বল ৪ ৬
বিক্রমজিত ক ইয়াসির ব তাসকিন ০ ১ ০ ০
ও’ডউড রানআউট ৮ ৮ ০ ১
ডি লিড ক নুরুল ব তাসকিন ০ ১ ০ ০
অ্যাকারমান ক মোসাদ্দেক ব তাসকিন ৬২ ৪৮ ৬ ২
কুপার রানআউট ০ ০ ০ ০
এডওয়ার্ডস ক হাসান ব সাকিব ১৬ ২৪ ১ ০
প্রিঙ্গল ব হাসান ১ ৬ ০ ০
বিক ক তাসকিন ব হাসান ২ ৫ ০ ০
শারিজ ক হাসান ব তাসকিন ৯ ৮ ১ ০
ক্ল্যাসেন নটআউট ৭ ৬ ০ ০
মিকেরেন ক লিটন ব সৌম্য ২৪ ১৪ ৩ ১
অতিরিক্ত ৬
মোট (অলআউট, ২০ ওভারে) ১৩৫
উইকেট পতন : ১/০, ২/০, ৩/১৩, ৪/১৫, ৫/৫৯, ৬/৬৬, ৭/৮১, ৮/৯৬, ৯/১০১, ১০/১৩৫।
বোলিং : তাসকিন ৪-০-২৫-৪, হাসান মাহমুদ ৪-১-১৫-২, সাকিব ৪-০-৩২-১, মোস্তাফিজ ৪-০-২০-০, সৌম্য
৩-০-২৯-১, মোসাদ্দেক ১-০-১৪-০।
ফল : বাংলাদেশ ৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : তাসকিন আহমেদ।