সাউথ আফ্রিকার সাথে লজ্জাজনক ভাবে হারের পর এক আলোচনা সভায় নানা ধরনের কথা বলেছেন মুশফিক। তাকে বাংলাদেশ দলের ঘারতি আছে কোথায় এবং সেটা কিভাবে ওভারকাপ করা যায় সেই বিষয়ে তাকে প্রশ্ন করা হয়।






তার জবাবে তিনি বলেন টি-২০ ক্রিকেট ফরমেট এক মর্ডান ক্রিকেটে পরিণত হয়েছে। যেখানে আলাদা আলাদা ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, টেকনিক্যাল কোচ নিয়োগ করা আছে।তিনি আরো বলেন প্রত্যেকটা টিমে এখন আলাদা






আলাদা এনালাইছিস,মেন্টর আছে। তিনি আরো বলেন প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে প্রচেষ্টা থাকা দরকার যাদে তারা ওভারকাম করতে পারে।প্লেয়াররা যদি সবাই ৫%,১০%,১৫% করে ইমপ্রুভ করে তখন ওই দল সব ধরনের এবেলিটি হয়ে যাবে।






আমাদের স্ট্রাইক রেট ঠিক রেখে আমাদের মাঠে থাকতে হবে আত্মবিশ্বাস হারানো যাবে না।মুশফিক আরো বলেন আমরা পাওয়ার হিটিংয়েরে এর কথা বলি আসলো আমরা পাওয়ার হিটিং করতে যেয়ে আমাদের মূল শক্তি থেকে সরে যাচ্ছি। আমাদের






উচিত এই দিকগুলো খেয়াল করা। এবং তিনি বলেন আমাদের মারের গতি বাড়াতে হবে আমাদের প্র্যাকটিস বাড়াতে হবে তাহলেই ভালো কিছু করা সম্ভব।তাকে বাংলাদেশের বর্তমান ব্যাটিং অবস্থা জানতে চায়লে সে বলেন আমাদের ব্যাটিংদের ধারাবাহিকতা আনতে হবে। হটাৎ একজন খেললো এমন করা যাবে না আমারদের সবার মধ্যে দার্য়িত বাড়াতে হবে।