ফরিদপুরের বোয়ালমারীতে স্ত্রী বেড়াতে যাওয়ায় কাফনের কাপড় কিনে মো. হারুন সিকদার নামে ৭২ বছরের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। হারুন সিকদার উপজেলার সাতৈর ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, হারুনের চার ছেলে ও তিন মেয়ে। ছোট ছেলে সবুজ সিকদারের সঙ্গে থাকতেন তিনি। সবুজ অবিবাহিত। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন হারুন। তার দেখভাল করতেন স্ত্রী। কিন্তু ঈদে মেয়ের বাড়িতে স্ত্রী বেড়াতে যান।
Click Here to Sign Up
ফ্রি রেজিস্টেশন করতে এখানে ক্লিক করুন Click Here
এ নিয়ে অভিমানে সোমবার বিকেলে সাতৈর বাজার থেকে কীটনাশক ও কাফনের কাপড় কেনেন তিনি। পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিকেলে সেখানেই তিনি মারা যান।
বোয়ালমারী থানার এসআই আ. রহমান বলেন, কীটনাশক পানে আত্মহত্যা করেছেন হারুন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।