চট্টগ্রামের রাউজানে বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকাকে হত্যার পর আত্মহত্যা করেছেন প্রেমিক। রোববার রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।







নিহত প্রেমিকার নাম অন্নেষা চৌধুরী। তিনি বড়ুয়াপাড়া এলাকার রঞ্জিত চৌধুরীর মেয়ে। আর প্রেমিক জয় বড়ুয়া একই এলাকার নিরেন্দ্র বড়ুয়ার ছেলে।







রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, দুজনই এবার এসএসসি পাস করেছেন। প্রায় দুই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে আগামী ১০ মার্চ অন্নেষার বিয়ে ঠিক করে পরিবার। বিষয়টি জানতে পেরে রোববার মেয়েটিকে নিজ বাড়িতে ডেকে নেন জয়।







তিনি আরো বলেন, রোববার রাত ৯টার দিকে নিজের চাচার একটি পরিত্যক্ত বাড়িতে অন্নেষাকে নিয়ে যান জয়। এ সময় শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরি চালান তিনি। পরে নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তবে বিস্তারিত পরে জানা যাবে।







পাহাড়তলী ইউনিয়নের বড়ুয়া পাড়ার ওয়ার্ডের সদস্য সালাউদ্দিন কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রেম সম্পর্কিত বিষয় নিয়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ তদন্ত করছে।







চট্টগ্রামের রাউজানে বিয়ে ঠিক হওয়ায় প্রেমিকাকে হত্যার পর আত্মহত্যা করেছেন প্রেমিক। রোববার রাতে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।







নিহত প্রেমিকার নাম অন্নেষা চৌধুরী। তিনি বড়ুয়াপাড়া এলাকার রঞ্জিত চৌধুরীর মেয়ে। আর প্রেমিক জয় বড়ুয়া একই এলাকার নিরেন্দ্র বড়ুয়ার ছেলে।







রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, দুজনই এবার এসএসসি পাস করেছেন। প্রায় দুই বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে আগামী ১০ মার্চ অন্নেষার বিয়ে ঠিক করে পরিবার। বিষয়টি জানতে পেরে রোববার মেয়েটিকে নিজ বাড়িতে ডেকে নেন জয়।







তিনি আরো বলেন, রোববার রাত ৯টার দিকে নিজের চাচার একটি পরিত্যক্ত বাড়িতে অন্নেষাকে নিয়ে যান জয়। এ সময় শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরি চালান তিনি। পরে নিজেও গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তবে বিস্তারিত পরে জানা যাবে।







পাহাড়তলী ইউনিয়নের বড়ুয়া পাড়ার ওয়ার্ডের সদস্য সালাউদ্দিন কাদের বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রেম সম্পর্কিত বিষয় নিয়ে ঘটনাটি ঘটেছে। পুলিশ তদন্ত করছে।