২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ক্লাসরুম’ সিনেমাটি নিশ্চয়ই সবার মনে আছে। ক্লাসের মধ্যে দুই উঠতি বয়সের যুবক-যুবতীর প্রেম দেখানো হয়েছিল সেই গল্পে। দারুন পছন্দ হয়েছিল দর্শকদের এই ছবি। সেই সিনেমার নায়ককে মনে আছে? হ্যাঁ, সোহেল দত্ত এর কথাই বলা যাচ্ছে।







শুধু অভিনয় নয় তিনি রাজনীতির সাথেও সরাসরিভাবে যুক্ত আছেন।গত বছর বিধানসভা ভোটের সময় ‘ভারতীয় জনতা পার্টি বা BJP-এর হয়ে ভোটের প্রচার করেছিলেন সোহেল। বয়সের অনেক পার্থক্য থাকলেও অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) তার খুব ভালো বন্ধু বলে জানা যায়। শ্রাবন্তী বেহালার প্রার্থী হয়েছিলেন তখন রাজনীতির







‘মেন্টর বা গুরু’ হিসাবে সবসময় পাশে দেখা গিয়েছিলো সোহেলকে। তাদের নিয়ে নেহাত ট্রোল কম হয়নি। ‘এবার চতুর্থ বিয়েটা করে ফেলুন’ এমন ধরণের কটূক্তি ও শোনা গিয়েছিলো কিছু নেটিজেনদের থেকে। তবে দিন কয়েক আগেই সোহেল তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ফটো শেয়ার করেন।







যেখানে নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী ও সোহেল বেশ অন্তরঙ্গ মুহূর্তেই ধরা দিয়েছে। শ্রাবন্তীর পরনে কালো ডেনিম, সাদা টপ ও তার উপরে একটি ধূসর লং জ্যাকেট। অন্যদিকে সোহেল এর পরনে কালো ডেনিম ও হলুদ টি-শার্ট। ক্যাপশনে লিখেছেন – ‘তিনটি হাসির ইমোজি ব্যবহার করে শেষে শ্রাবন্তীর ইন্সটা একাউন্টটি ট্যাগ করেছেন’। বিশ্বব্যপি প্রেম দিবসের আগে এমন ফটো দেখে নেটপাড়া ভাবছেন তারা দুজনেই সম্পর্কে জড়িয়েছেন।
তবে অ







নেক সময় শ্রাবন্তী, সোহেলকে লোক সমাজে ‘ভাই’ বলেই চিহ্নিত করেছিলেন। এই ফটোটিতে নেটিজেনদের কুরুচিকর মন্তব্য এসেছে দুজনের উদ্দেশ্যেই। ‘৪ নং নাকি’, ‘তোমার ছেলে না নতুন স্বামী’,







‘আর কয়টাকে ব্যবহার করবে তুমি কে জানে’ শেষমেশ বাচ্চা ছেলেটাকেও ছাড়লে না’ – এমন ধরনের মন্তব্য হাজারো দেখা যাচ্ছে কমেন্ট বক্সে উঁকি দিলেই। তবে এই নিয়ে মুখ খোলেননি শ্রাবন্তী বা সোহেল কেউই।







২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ক্লাসরুম’ সিনেমাটি নিশ্চয়ই সবার মনে আছে। ক্লাসের মধ্যে দুই উঠতি বয়সের যুবক-যুবতীর প্রেম দেখানো হয়েছিল সেই গল্পে। দারুন পছন্দ হয়েছিল দর্শকদের এই ছবি। সেই সিনেমার নায়ককে মনে আছে?







, সোহেল দত্ত এর কথাই বলা যাচ্ছে। শুধু অভিনয় নয় তিনি রাজনীতির সাথেও সরাসরিভাবে যুক্ত আছেন।গত বছর বিধানসভা ভোটের সময় ‘ভারতীয় জনতা পার্টি বা BJP-এর হয়ে ভোটের প্রচার করেছিলেন সোহেল। বয়সের অনেক পার্থক্য থাকলেও অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee) তার খুব ভালো বন্ধু বলে জানা যায়। শ্রাবন্তী বেহালার প্রার্থী হয়েছিলেন তখন রাজনীতির







‘মেন্টর বা গুরু’ হিসাবে সবসময় পাশে দেখা গিয়েছিলো সোহেলকে। তাদের নিয়ে নেহাত ট্রোল কম হয়নি। ‘এবার চতুর্থ বিয়েটা করে ফেলুন’ এমন ধরণের কটূক্তি ও শোনা গিয়েছিলো কিছু নেটিজেনদের থেকে। তবে দিন কয়েক আগেই সোহেল তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ফটো শেয়ার করেন।







যেখানে নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জী ও সোহেল বেশ অন্তরঙ্গ মুহূর্তেই ধরা দিয়েছে। শ্রাবন্তীর পরনে কালো ডেনিম, সাদা টপ ও তার উপরে একটি ধূসর লং জ্যাকেট। অন্যদিকে সোহেল এর পরনে কালো ডেনিম ও হলুদ টি-শার্ট। ক্যাপশনে লিখেছেন – ‘তিনটি হাসির ইমোজি ব্যবহার করে শেষে শ্রাবন্তীর ইন্সটা একাউন্টটি ট্যাগ করেছেন’। বিশ্বব্যপি প্রেম দিবসের আগে এমন ফটো দেখে নেটপাড়া ভাবছেন তারা দুজনেই সম্পর্কে জড়িয়েছেন।







তবে অনেক সময় শ্রাবন্তী, সোহেলকে লোক সমাজে ‘ভাই’ বলেই চিহ্নিত করেছিলেন। এই ফটোটিতে নেটিজেনদের কুরুচিকর মন্তব্য এসেছে দুজনের উদ্দেশ্যেই। ‘৪ নং নাকি’, ‘তোমার ছেলে না নতুন স্বামী’, ‘আর কয়টাকে ব্যবহার করবে তুমি কে জানে’ শেষমেশ বাচ্চা ছেলেটাকেও ছাড়লে না’ – এমন ধরনের মন্তব্য হাজারো দেখা যাচ্ছে কমেন্ট বক্সে উঁকি দিলেই। তবে এই নিয়ে মুখ খোলেননি শ্রাবন্তী বা সোহেল কেউই।






