বিপিএলের এবারের আসরটা মোটেও ভালো কাটছে না সানরাইজার্স সিলেটের। চলতি প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র এক জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে দলটি। এমতাবস্থায় ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে খুলনা টাইগার্সের মুখোমুখি হয়েছে তারা।
ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে আগে বোলিং করে ভালো করেনি সিলেট। নির্ধারিত ২০ ওভারে স্বাগতিকদের প্রতিপক্ষ খুলনা টাইগার্সের সংগ্রহ ৩ উইকেটে ১৮২ রান।
সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্স খেলতে নেমেছে নেতৃত্বে পরিবর্তন নিয়ে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সিলেটের নতুন অধিনায়ক রবি বোপারা। মোসাদ্দেক হোসেন সৈকত নেতৃত্ব হারালেও একাদশে আছেন।
এ ম্যাচে খুলনার ইনিংসের শুরুটা ছিল জঘন্য। দলীয় ১ রানের মাথাআয় দুই উইকেট হারায় দলটি। আন্দ্রে ফ্লেচার ১ রান করলেও রানের খাতা খুলতে পারেননি মাহেদী হাসান।
শুরুতেই দুই উইকেট হারানোর পর প্রাথমিক বিপর্যয় সামাল দেন সৌম্য সরকার ও ইয়াস্যার আলী রাব্বী। দুজনে গড়েন ৪৫ রানের জুটি। ইয়াসির করেন ২৩ রান।
সৌম্যকে সঙ্গে নিয়ে বাকি পথ পাড়ি দেন মুশফিকুর রহিম। এই দুজনে গড়েন অবিচ্ছেদ্য ১৩৭ রানের জুটি। শেষ পর্যন্ত সৌম্য ৮২ ও মুশফিক ৬২ রানে অপরাজিত থাকেন। সিলেটের হয়ে একেএস স্বাধীন ও সোহাগ গাজী একটি করে উইকেট নেন।