বলিউড সুপারস্টার সালমান খান। তার অভিনীত সুপারহি’ট সিনেমা ‘বজরঙ্গি ভাইজান’। যা ছিল খুবই ব্যবসায় সাফল্য একটি সিনেমা। বহুল আলোচিত এই সিনেমায় মুন্নি চরিত্রে অভিনয় করেন হার্শালি মালহোত্রা। কিন্তু তারপর ধীরে ধীরে যেন হা’রিয়ে যান ছোট্ট এই মুন্নি।







দীর্ঘদিন পর আবারো আলোচনায় হার্শালি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভা’ইরা’ল হয়েছে তার কিছু ছবি। এতে হার্শালিকে দেখে অ’বাক হয়েছেন নেটিজেনরা। তাদের ভাষায়, বড় হয়ে গেছে সেই ছোট্ট মুন্নি। জা’না গেছে, আবারো সালমানের স’ঙ্গে অভিনয় ক’রতে চান তিনি।







এদিকে স’ম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন হার্শালি। অভিনয়ে ফেরার প’রিকল্পনা প্রস’ঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই, আমি এমন একজন অভিনেত্রী হতে চাই যাকে সবাই চিনবে। ভালো চরিত্র পেলেই বড় পর্দায় ফিরব। আশা করছি খুব শিগগির পাব।’







একটি জমা করুন এবং সর্বোচ্চ €1500 + 150 ফ্রি স্পিন নিন
আরও জানুন→
‘বজরঙ্গি ভাইজান’ সিনেমা’র পর অনেক প্রস্তাব ফিরিয়েছেন বলে জা’নান হার্শালি। এই অভিনেত্রী বলেন, ‘বজরঙ্গি ভাইজান সিনেমা’র পর অনেক সিনেমা’র প্রস্তাব পেয়েছি, এমনকি এর মধ্যে ভারতের দক্ষিণী সিনেমাও ছিল। কিন্তু সেগুলো মুন্নি চরিত্রের মতো সুন্দর ছিল না। লেখাপড়ার পাশাপাশি আমা’র শখের বিষয়টিও ঠিক রাখতে পারি। তাই লেখাপড়ার জন্য ভালো চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফেরাব না।’







সালমানের স’ঙ্গে অভিনয়ের আগ্রহ জা’নিয়ে হার্শালি বলেন, ‘আমি সালমান আঙ্কেলের স’ঙ্গে আবারো অভিনয় ক’রতে চাই। এছাড়া আরো যারা সুপারস্টার আছেন তাদের স’ঙ্গেও অভিনয় ক’রতে আগ্রহী। যদি চরিত্র পছন্দ হয় তাহলে অন্য যে কোনো অভিনেতার স’ঙ্গেই কাজ করব।’






