রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় পন্টুনের তার ছিঁড়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার ২টার দিকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, মাইক্রোবাসটি উদ্ধার করা গেলেও চালককে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কাজ এখনো অব্যাহত আছে।







প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটের শাপলা-শালু ফেরিতে ওঠার সময় প্রবল ঝড়ের কবলে পন্টুনের তার ছিঁড়ে যায়। তখন মাইক্রোবাসটি নদীতে পড়ে ডুবে যায়। উদ্ধার হওয়া মাইক্রোবাসটিতে চালকসহ আরো তিন থেকে চারজন যাত্রী ছিল।







গোয়ালন্দের ইউএনও মো. আজিজুল হক জানান, মাইক্রোবাসটি দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করেছে। তবে মাইক্রোবাসের চালক এখনো নিখোঁজ রয়েছেন। চালককে শনাক্ত করে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।







বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফিরোজ শেখ জানান, হঠাৎ ঝড়ে ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের সবগুলো তার ছিঁড়ে গিয়ে প্রায় সাড়ে তিন ফুট দূরে নদীতে পন্টুন চলে যায়। তখন মাইক্রোবাসটি ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনে অবস্থান করছিল।







রাজবাড়ী ফায়ার সার্ভিসের ডেপুটি সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, মাইক্রোবাসটিতে চালক ছাড়া অন্য কেউ ছিল না। মাইক্রোবাসটি উদ্ধার করা গেলেও চালককে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।






