






রবিবার ভারতের পশ্চিমবঙ্গে চুকেছে ভোটের পালা। মিলেছে ফল। সেখানে দেখা গেছে নির্বাচনে অংশ নেওয়া অনেক তারকা যেমন ফল তুলেছেন নিজের ঘরে, তেমনি অনেকেই তারকাখ্যাতি কাজে লাগাতে পারেননি।
তারকা প্রার্থীদের হারের তালিকাটাও কম দীর্ঘ নয়। সেখানে রয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই শিবিরের প্রার্থীরাই। ফল প্রকাশের পর দেখা গেছে-কৌশানী মুখোপাধ্যায়কে, পায়েল সরকার, রুদ্রনীল ঘোষ, অঞ্জনা বসু, সায়নী ঘোষ, পার্নো মিত্র, দেবদূত ঘোষ, তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পাপিয়া অধিকারী বা যশ দাশগুপ্ত জয়ের হাসি হাসতে পারেননি।







কৌশানী মুখোপাধ্যায় কৃষ্ণনগর (উত্তর) বিধানসভা আসনে বিজেপি নেতা মুকুল রায়ের কাছে হেরেছেন। এদিকে গেরুয়া শিবিরের হয়ে দাঁড়ানো রুদ্রনীল, পায়েল, অঞ্জনা, পার্নো মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পাপিয়া এবং যশ হারের মুখ দেখেছেন।
আরও খবর পড়ুন :
নির্বাচনে জেতা মানে অহংকার নয়, দায়িত্ব বেড়ে যাওয়া: মমতা







আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নির্বাচিত বিধায়কদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিধায়ক হয়ে গিয়েছি বলে অহঙ্কার করলে চলবে না। জিতেছেন মানে, দায়িত্ব বেড়েছে।’
সোমবার রাতে বিধায়কদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
মমতা বলেন, ‘আপনারা যোগ্য জবাব দিয়েছেন। আমাদের জয়ে সারা দেশের মানুষ খুশি হয়েছেন। দেশের সব বিরোধীরা খুশি হয়ে অভিনন্দন জানিয়েছেন।’







বৈঠক সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, এবারও স্পিকারের চেয়ারে বসতে চলেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার নির্বাচনের দিন প্রোটেম স্পিকারের দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়। পরিষদীয় দলের নেতা হিসাবে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কে কোন দফতর পাবেন সেটা ঠিক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।