






মানুষের অধিকারে নিয়ে কথা বলা যদি অপরাধ হয়, আমিও সেই একই অপরাধে অপরাধী, আমাকেও গ্রেফতার করুন। সোমবার (৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সরকারবিরোধী আন্দোলনের সময় আটক ছাত্রদের ঈদের আগেই মুক্তির দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আটককৃত ওই ছাত্ররা কি কাউকে খুন করেছে, বলৎকার করেছে, চাঁদাবাজি বা ছিনতাই করেছে?







তারা মানুষের অধিকারের কথা বলেছে, যৌক্তিক প্রতিবাদ করেছে। মানুষের অধিকারে কথা বলা যদি অপরাধ হয় আমিও সেই একই অপরাধে অপরাধী। আমাকেও গ্রেফতার করুন।তিনি আরও বলেন, ‘১৯৫২ সালে ছাত্ররা অধিকারের কথা বলেছে বলেই আমরা ভাষার অধিকার পেয়েছি। দেশ স্বাধীন হয়েছে। অনেক স্বৈরশাসক সরকারের পতন হয়েছে।
আরও খবর পড়ুন :
আগামী ১৬ মে পর্যন্ত লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ বাড়ছে। ৬ মে থেকে নিজ নিজ জেলায় গণপরিবহন চলবে। তবে আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়া ট্রেন ও লঞ্চ বন্ধ থাকবে।







সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভা বৈঠকের প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। বিস্তারিত আসছে…
আরো পড়ুন: ফের উল্টো রথে ঢাকার বায়ু দূষণ করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন শেষ হচ্ছে ২৮ এপ্রিল। লকডাউনের প্রথমে সড়কে যানবাহন কম থাকায় কমেছিল ঢাকার বায়ুর মান। তবে সম্প্রতি লকডাউন শিথিলতার সুযোগে নগরীতে বেড়েছে ব্যক্তিগত গাড়ি।







সংশ্লিষ্টরা বলছেন, মেট্রোরেল বা অন্যান্য অবকাঠামোর জন্য রাস্তার খোঁড়াখুঁড়িতে সারা বছরই ঢাকার রাস্তায় ধুলার আধিক্য থাকে। সেই সঙ্গে যুক্ত হয় যানবাহন নিঃসৃত দূষিত বাতাস।
লকডাউনের শুরুতে নগরীর বায়ুর মান বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর কম ছিল। কয়েকদিন স্কোর ১১০ থেকে ১১৮ এর মধ্যে থাকলেও সম্প্রতি ফের খারাপ হতে শুরু করে বায়ুর মান।
রোববার (২৫ এপ্রিল) রাত ১০টায় সর্বশেষ হালনাগাদ করা একিউআই সূচকে ঢাকার স্কোর ছিল ১৭৫। বাতাসের এই গুণগত মানকে অস্বাস্থ্যকর হিসেবে শ্রেণিবিন্যাস করা হয়েছে।







একিউআই স্কোর যখন ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকে, তখন বাতাসের গুণগত মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। ফলে ঢাকার বাসিন্দারা প্রত্যেকেই এখন স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। এক সপ্তাহ আগে গত ১৮ তারিখ ঢাকার একিউআই স্কোর ছিল ৯৯।