






টাঙ্গাইলের ভূ’ঞাপুরে প্রতিবেশি নানা ও চাচা মিলে সং’ঘব’দ্ধ’ভাবে চতুর্থ শ্রেনীতে পড়ুয়া এক শি’শু শিক্ষা’র্থীকে ধ.র্ষ’ণে’র অ’ভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) থানায় অ’ভিযোগ দায়ের পর সন্ধ্যায় উপজে’লার অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল এলাকা থেকে গোলাম মোস্তফা (৫০) নামের এক ধ.র্ষ’ক’কে গ্রে’ফতার করেছে পু’লিশ।
এ ঘটনায় ধ.র্ষ’ক চাচা ইসমাইল (৪০) প’লাত’ক রয়েছে। গ্রে’ফতার’কৃত গোলাম মোস্তফা ওই এলাকার মৃত সিরাজ আলীর ছেলে ও প’লাত’ক ই’সমাইল মৃ’ত ইউসুফ আলীর ছেলে।







ভূঞাপুর থানা অ’ফিসার ইনচা’র্জ মো. রাশিদুল ইসলাম জানান, গত সোমবার (৫ অক্টোবর) চতুর্থ শ্রেণীর ওই শিশু শিক্ষার্থীকে প্রতিবেশি নানা মোস্তফা ও চাচা ইসমাইল কাজের কথা বলে ঘরে ডেকে নেয়।
এরপর দুইজনে মিলে সংঘব’দ্ধভাবে মেয়েটিকে ধ.র্ষ’ণ করে। পরে বিষয়টি কাউকে জানালে মেয়েটিকে মে’রে ফেলার হু’ম’কি দেয় তারা। এরপর তিন দিনপর মেয়েটি পেটে ব্যাথা অ’নুভব করলে ধ.র্ষ’ণে’র ঘটনাটি তার মাকে জানায়।এরপর তার বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে থানায় দুইজনকে আ’সামি করে অ’ভিযোগ দায়ের করে।