দী,র্ঘদিন সুখে শা,ন্তিতে কর,ছেন ঘর সংসার কর,ছেন তারা। সফলতা, প্রাচুর্য সবই আছে কমতি শুধু ’সন্তান’। এই অপূর্ণ,তা পূর্ণ কর,বেন কবে? কী নেই তাদের? তবে কেন সন্তান নেই? এমন ইস্যু নিয়ে কথা হলো শোবিজ অঙ্গ,নের বেশ







কয়ে,কজ,নের সঙ্গে। কী ভাবছেন ভবি,ষ্যত নিয়ে। হাতে,গোনা কয়েক,জন এ নিয়ে কথা বল,লেও, প্রসঙ্গটা এড়িয়ে গেছেন অনে,কে। এদিকে বিবাহ বিচ্ছে,দের পরব,র্তী,কালে দ্বি,তীয় বিয়ের পর অ,নেকই আর নতুন করে সন্তান নেননি। কিছু তার,কার প্রথম বিবা,হের সন্তান ছিল এবং পরের বিয়ে,তে আর স,ন্তান চায়নি এই কাহি,নী কিন্তু অনে,কেরই অজানা।







আমা,দের দেশীয় তার,কাদের মধ্যে নায়ক আলম,গীর ১৯৭৩ সালে বিয়ে করেন গী,তিকার খোশ,নুরকে। গায়িকা আঁখি আলম,গীর তাদের একমাত্র কন্যা। খোশ,নুরের সঙ্গে বিবাহ বিচ্ছে,দের পর আলম,গীর ১৯৯৯ সালে গায়িকা রুনা লায়লাকে বিয়ে করেন। আল,মগীর- রুনা লায়লা দম্প,তির কোনো সন্তান নেই। রুনা লায়,লার আলম,গী,রের আগে তি,নটি বিয়ে হয়।







এর মধ্যে দ্বি,তীয় ঘরে তানি লায়লা নামে এক কন্যা সন্তান র,য়েছে। এমন অনে,কেই আছেন। যেমন হিল্লোল -নও,শীন দম্প,তির সন্তান নেই। দুজ,নারই আগের ঘরে সন্তান রয়েছে। হি,ল্লো,লের মেয়ে ও নওশী,নের ছেলে আছে। অমি,তাভ রেজা বিয়ে করে,ছিলেন জেনিকে। সে ঘরে সংসার হয়নি। জেনি পরে বেসর,কারি টেলিভিশন কর্মকর্তা তানভী,রকে বিয়ে করেন। সে ঘরেও কোনো স,ন্তান নেই।







মাহিয়া মাহি: তিনি বললেন, ক্যারি,য়ারটা নিয়ে আর একটু ভা,বতে চাই। ধরে রাখুন আরও বছর পাঁচেক পরে সন্তানের জন,নী হচ্ছি। ২০১৬ সালে বিয়ের পিড়িতে বসেন মাহি। তবে বয়স কত তা বললেন না। জানা,লেন ত্রিশের নিচে।







তিশা: মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। একজন নির্মাতা, অন্য,জন অভি,নেত্রী। এ দম্পতি বিয়ে করে,ছেন ৮ বছর হয়ে গেল। ২০১০ সালে বিয়ের পিঁ,ড়িতে বসেন। এখনো নি:সন্তান তারা। তিশার বয়স ৩৫ বছ,রের বেশি। সন্তান নিয়ে কী ভাবছেন? ’ভাবনায় তো অনেক কিছুই থাকে। সব তো ঠিকঠাক করা হয় না। এখনি সঠিক সময় কিনা জানি না।







কুসুম শিকদার: ২০০৭ সালে বিয়ে,র পিড়িতে বসেন। ১১ বছর পরেও তাদের সংসারে কোনো সন্তান নেই। ঠিক কী কারণে তাঁদের ঘরে সন্তান নেই।
সুবর্ণা মু,স্তাফা: ব্যক্তি,গত জীবনে হুমা,য়ুন ফ,রিদী দুবার বিয়ে করেন। প্রথম বিয়ে করেন ১৯৮০`র দশকে। `দেব,যানী` নামের তার এক মেয়ে রয়ে,ছে এ সংসারে। পরব,র্তীতে সুবর্ণা মোস্ত,ফাকে তিনি বিয়ে করলেও তাদের মধ্যে,কার বিবাহ-বি,চ্ছেদ ঘটে ২০০৮ সালে।







ই দম্পতির কোন সন্তান নেই। বিচ্ছে,দের পর সুবর্ণা বিয়ে করেন নাট্য পরিচা,লক বদরুল আ,নাম সৌদকে। ২০০৮ সালের ৭ জুলাই বিয়ে করে,ছিলেন। নিজের চাইতে ১৪ বছরের ছোট সৌদের ঘরেও মাতৃ,ত্বের স্বাদ পাননি এ অভি,নেত্রী।
বন্যা মির্জা: অধ্যাপক মানস চৌধু,রীকে ২০১০ সালে বিয়ে করেন বন্যা। ১০ বছর পরেও তাদের ঘরে কোন সন্তান নেই। এ নিয়ে কোন কথা বলতেও রাজি হননি বন্যা। শোনা যায়, তার বর্তমা,ন বয়স ৪৫ ছুইছুই।







তানভিন সুইটি: র্যাম্প, মডেলিং, বিজ্ঞা,পনের মডে,লিং ছাড়াও অভি,নয়ে দর্শক,প্রিয়তা পেয়ে,ছেন সুইটি। অভিনেতা ও নাট্য প্রযোজক রিপনের সঙ্গে সংসার জীব,নের প্রায় দেড়,যুগ হয়ে গেল। সে সংসারে এখনো পর্যন্ত সন্তা,নের মুখ দেখেন,নি সুইটি। তবে রিপন-সুই,টির সংসার সুখেই চলছে।







শমী কায়সার: লাস্যম,য়ী এ অভিনেত্রী এখন পর্যন্ত মা,তৃত্বের স্বাদ পাননি। ১৯৯৯ সালে পশ্চি,মবঙ্গের চিত্রনি,র্মাতা রিঙ্গো,কে বিয়ে করেন শমী। বিয়ের স্থায়িত্ব ছিল দুই বছর। শোনা যায়, রি,ঙ্গোর আগেও একবার বিয়ে পিড়িতে বসে,ছিলেন শমী। তৃতীয় বিয়ে করেন রাজ,নৈতিক বিশ্লেষক মোহাম্মদ এ আরা,ফাতকে। সে বিয়েও নয় বছর পরে ভেঙ্গে যায়। শমী এখন নিজের ব্যবসা প্রতি,ষ্ঠান ও রাজ,নীতি নিয়ে ব্যস্ত আছেন। শমীর বর্তমান বয়স ৪৯ বছর।







আফ,সানা মিমি: ১৯৯৬ সালে বিচ্ছেদ ঘটে আ,ফসানা মিমি-গাজী রাকা,য়েতের। খুব বেশি,দিনের সংসার ছিল না। পরব,র্তীতে রাকায়াত সংসারী ও পি,তৃত্বের স্বাদ পেলেও মিমি আর বিয়ে করে,ননি। মিমির বর্ত,মান বয়সও ৫০ বছ,রের বেশি।