চট্টগ্রামের রাউজানে এক ইউপি সদস্যের পুকুরে বিষ ঢেলে প্রায় চার টন মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
রোববার রাতে উপজেলার চিকদাইর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মাছ চাষি প্রদীপ দাশ একই ওয়ার্ডের ইউপি সদস্য।







প্রদীপ দাশ বলেন, রোববার রাতে কে বা কারা বিষ দিয়ে আমার পুকুরের প্রায় চার টন মাছ মেরে ফেলেছে। এ বিষয়ে আমি থানায় অভিযোগ দিয়েছি। পচে যাওয়া মাছগুলো মাটিচাপা দেয়া হয়েছে।







তিনি আরো বলেন, মাছের খাদ্যের দোকানে তিন লাখ টাকা বকেয়া রয়েছে। এছাড়া আরো কিছু ঋণ রয়েছে। এ ক্ষতি আমি কী করে পূরণ করবো বুঝে উঠতে পারছি না।







এ বিষয়ে রাউজান থানার ওসি আব্দুল্লাহ আল হারুন বলেন, অভিযোগ পেয়েছি। তবে অভিযোগে কারো নাম উল্লেখ করেননি ভুক্তভোগী। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।