তিনি শ্রা,বন্তী চট্টোপাধ্যায়। তাঁর ঘরোয়া লুক, মিষ্টি হাসি আর অভিনয় ক্ষমতা বাঙালি দর্শক,দের বড়ই পছ,ন্দের। বাণি,জ্যিক থেকে ভিন্ন ধারার ছবি সবখা,নেই সাব,লীল তিনি। কিন্তু পর্দা,র জীবন যতই সুখের হোক না কেন, ব্য,ক্তিগত জীব,নে চড়াই-উ,তরাই কম পেরতে হচ্ছে না নায়িকাকে। ইদনিং তিনি বারবার খবরে এসে,ছেন তাঁর ব্যক্তি,গত কারণে।







প্রথ,মে তাঁর বিবাহ বিচ্ছেদ, তারপর আবার প্রেমের খবর। বারবার লাইম,লাইটে এলেছে শ্রাব,ন্তীকে।প্রথম স্বা,মী রাজীব পরি,চালক৷ তার সঙ্গে অনেক ছোট বয়,সেই বিয়ে হয়ে,ছিল না,য়িকার৷ তার,পর গু,ছিয়ে করছিলেন সংসার৷ ঝিনুক তাঁদের একমাত্র ছেলে৷ কিন্তু সেই বিয়ে টেকেনি তাঁর৷বেশ,কিছু বছর একা থাকার পর ফের প্রেমে পড়েন পেশায় মডেল কৃষ্ণ ব্রি,জের৷বিয়েও হয় তাঁদের৷







কি,ন্তু এই বিয়েতেও সমস্যা শুরু হয়৷ বিয়ের মাস কয়ে,কের মধ্যেই ডিভো,র্সের পথে হাঁটেন তাঁরা৷এখন টলি,পাড়ায় নতুন গুঞ্জন, ফেরপ্রেমে পড়েছেন না,য়িকা শ্রাব,ন্তী৷ এবা,রের পাত্র এক বিমান সংস্থার কর্মী৷ নাম রোশন শিং৷ শী,ঘ্রই নাকি চার হাত এক হতে পারে দু’জনের৷ শোনা যাচ্ছে শ্রা,ন্তীর জামাই,বাবুর সূত্রে রোশ,নের সঙ্গে আ,লাপ হয়েছে নায়ি,কা,র৷আর নায়ি,কার এই সম্প,র্কের কথা জানা,জানি হতেই







সো,শ্যাল মি,ডিয়ায় ব্যক্তি,গত আক্র,মণে নেমে পড়ে,ছেন নেটি,জে,নরা৷ সম্প্র,তি নি,জের ফেসবুক অ্যা,কা,উন্টে হলুদ শাড়ি পর একটি ছবি পোস্ট করে,ছেন শ্রাব,ন্তী৷ ছবিতে দেখা যাচ্ছে নায়িকার সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গল,সূত্র৷ছবি,টি নতুন সিনেমা ‘হুল্লোড়’-এর শুটিং,য়ের সময়ের৷ কিন্তু বেশি,রভাগ মানু,ষই বিষ,য়টা বুঝতে না পেরেই কটূম,ন্তব্য করে,ছেন৷







ফেসবুকে ওই ছবির কমেন্ট বক্সে অমিত কুমার নামের এক ব্যক্তি লেখেন, ‘‘আপনি আর বিবাহ না করে স,ন্তানের মঙ্গলে সন্তানকে নিয়ে সন্তানের পিতার কাছে ফিরে যান….. অথবা সন্তা,নকে নিয়ে একা থাকেন…. হিন্দু সমাজে একটা নারী,র বহু বিবাহ বে-মানান….প্রয়ো,জনে পরকিয়া করেন ৷সায়নী মন্ডল নামে এক মহিলা লিখেছেন, ‘‘প্লিজ আপনি আর নে,ক্সট বিয়ে না করে স,ন্তা,নকে নিয়ে থাকুন৷







আপ,নার এই বিয়ের চক্করে আপ,নার সন্তানের কে,রিয়ার খারাপ হতে পারে৷ প্লিজ আ,পনার সন্তা,নের কথা ভেবে আর বিয়ে করবেন না৷’ আরেক ভক্ত লিখে,ছেন, ‘ছেলের মাথা নীচু হচ্ছে, বিয়ে না করে প্রয়ো,জনে পর,কীয়া করুন’যদিও নেটিজে,নদের এই সমস্ত মন্ত,ব্যের বিরু,দ্ধে সরব হয়েছে,ন শ্রাব,ন্তীর অন্য ভক্ত,রা৷






