হেফাজতে ইসলামের কে,ন্দ্রীয় যু,গ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর কমি,টির সা,ধারণ সম্পা,দক মাওলানা মামুনুল হক,কে গ্রেফ,তার করেছে।







রোববার দুপুর ১২টা ৫০ মিনি,টের দিকে রাজধা,নীর মোহাম্মদপু,রের জামিয়া রাহমা,নিয়া মাদরাসা থেকে তাকে গ্রে,ফতার করা হয়।
ডিবির যু,গ্ম কমি,শনার মাহবুব আলম গ্রেফ,তারের বিষয়,টি নি,শ্চিত করেছেন।







গ্রেপ্তা,রের পর মামুনুল,কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তে,জগাঁও বিভাগের উপকমি,শনারের কা,র্যালয়ে নিয়ে যাও,য়া হয়েছে।
আবারও প্রভার নতুন ৩ মিনিট ১৩ সেকেন্ডের গো,পন ভি,ডিও ভাইড়াল
ডেল ও অ’ভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সম্প্রতি সামাজিক যোগাযোগ মা,ধ্যম ইন্সটা,গ্রামে উষ্ণ,তা ছড়ানো একটি







ভি,ডিও আপলোড করেছেন। যা গত কয়েকদিনে ভাই’রাল হয়েছে।ভিডি,ওটি নিয়ে নেটিজে,নদের অনেক মন্ত,ব্য পাওয়া গেছে।
তবে বি,ভিন্ন গণমা,ধ্যম তার ভিডি,ওটি সরিয়ে ফেলেছেন বলে শিরোনাম দিয়ে সং,বাদ প্র,চার করেছে যা একেবারেই ভুল।গণমা,ধ্যমগুলোর দাবি, লিং,কে ঢুক,লে ভিডি,ওটি পাওয়া যা,চ্ছে না।







কি,ন্তু প্রভা’র ইন্সট্রা,গামে ঢুক,লেই ভি,ডিওটি এখনও
পাওয়া যা,চ্ছে। যেটি এরই,মধ্যে দুই লাখ ৩৭ হাজার ২৬৮ ভিউ হয়েছে।ভিডি,ওতে দেখা যায়, সবে গোসল সেরে এলো
চুলে প্র,ভা নীর,বে বলেন, ‘আই লাভ ইউ’। জানা গেছে, বেশ কিছু,দিন ধরে প্রে’ম নিয়ে স্ট্যা,টাস দিচ্ছেন প্র,ভা। তাই ভক্ত,দের জানার আ,গ্রহ তাকে নিয়ে বেশ।
মা হবেন প্রভা, পাচ্ছেন না সন্তানের বাবা







ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। নাটকে দীর্ঘ সময় পার করছেন এ অভিনেত্রী। ইদানিং সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের স’ঙ্গে সরাসরি আড্ডা দেন তিনি।
রূপ আর অভিনয়গু’ণে পরিপূর্ণ এই অভিনেত্রী। যত দিন যাচ্ছে, বাড়ছে অভিনয় দক্ষতা। ক্যামেরা-অ্যাকশন ছাপিয়ে ব্যক্তিজীবনেও তিনি খুবই উচ্ছ্বসিত এক নারী।







তবে প্রভা বিভিন্ন সময় নানা কারণে সংবাদের শিরোনামে এসেছেন। মাঝে ব্যক্তিগত কারণেও সমালোচনার মুখে পড়েতে হয়েছে তাকে। তবে সব কিছুকে পেছনে ফেলে নিয়মিত মিডিয়ায় কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। প্রভাকে নিয়ে মানুষের জানার আগ্রহেরও কমতি নেই। সেই জানার আগ্রহ থেকেই প্রভার কাছে জানতে চাওয়া হয় ‘মা’ হওয়ার ব্যাপারে।







জবাবে প্রভা বললেন, ‘পরের মেয়ে’ নাটকে আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ানা। আরিয়ানার স’ঙ্গে অভিনয় করার আগে কখনো মা ‘হতে ইচ্ছে করেনি। আরিয়ানার স’ঙ্গে অভিনয় করতে গিয়ে, ওর আদরমাখা মুখ আর বাচ্চামিতে মনটা ভরে উঠেছে আমার। কোনদিন তার মন খারাপ, সেটাও তার মুখ দেখে বুঝে ফেলে ছোট্ট আরিয়ানা।







আর তাই এখন তার মনে হয়, ‘যদি আরিয়ানার মতো আমার একটা বেবি থাকত!’ এদিকে কয়েকদিন আগে অভিনেতা আব্দুন নূর সজলের স’ঙ্গে ‘অনুশোচনা’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন প্রভা।