






নিজে আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়ে নিজের স্ত্রীর কাছে এক লাখ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করেছেন এক যুবক। হাবিবুর রহমান (২৯) নামে ওই যুবকের বাড়ি পঞ্চগড় জেলা সদরের পূর্ব জালাসী এলাকায়। তিনি ওই এলাকার লেবু মিয়ার ছেলে। অপহরণের নাটক সাজালেও শেষে পুলিশের ফাঁদে ধরা পড়েন তিনি।







পুলিশ জানায়, হাবিবুর পেশায় একজন পোলট্রি মুরগি খামারী। ১২ এপ্রিল দুপুরে বাসা থেকে বের হয়ে যান হাবিবুর। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনটিও বন্ধ রাখেন তিনি। ১৬ এপ্রিল অপরিচিত একটি মোবাইল নাম্বার থেকে তার স্ত্রী আছিয়া খাতুনকে কল করে হাবিবুর জানায়, ‘তাকে অপহরণ করা হয়েছে। উদ্ধার করতে এক লাখ টাকা মুক্তিপণ দিতে হবে।’







তার মোবাইল নম্বর ট্রাকিং করে তার অবস্থান টাঙ্গাইলে নিশ্চিত করে পুলিশ। রবিবার টাঙ্গাইলের একটি আবাসিক হোটেল থেকে হাবিবুরকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার তাকে পঞ্চগড় সদর থানায় নিয়ে আসা হয়।
এরপর চলতে থাকে তার নাটক। ১৮ এপ্রিল পঞ্চগড় সদর থানায় সাধারণ ডায়েরি করেন হাবিবুরের বাবা লেবু মিয়া। এরপর তাকে উদ্ধারে মাঠে পুলিশ শুরুতেই তার নাটক ধরে ফেলে। গত ২৩ এপ্রিল দুপুরে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে মুক্তিপণের টাকা বিনিময়ের স্থান নির্ধারিত ছিলো। সাদা পোশাকে নজরদারি করছিল পুলিশ। কিন্তু বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় হাবিবুর। পরে







ঋণ বেশি হওয়ায় এমন হাবিবুর এমন নাটক সাজান বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। তবে তার পরিবারের কোনো অভিযোগ না থাকায় হাবিবুরকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয় বলে নিশ্চিত করেন পঞ্চগড় সদর থানার ওসি আবু আক্কাছ আহমদ।